পশ্চিমবঙ্গ

west bengal

Kolkata and Howrah Municipal Election: কলকাতা ও হাওড়ায় পৌরভোট 19 ডিসেম্বর করাতে চায় রাজ্য, হলফনামা জমা পড়ল আদালতে

By

Published : Nov 22, 2021, 11:00 PM IST

Kolkata and Howrah Municipal Election

রাজ্যের দাবি, কলকাতা ও হাওড়া পৌর এলাকায় বহু মানুষের করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ হয়েছে। এই দুটি পৌরনিগমের ভোট করানোর প্রস্তুতিও অনেক দূর এগিয়ে গিয়েছে ।

কলকাতা, 22 নভেম্বর :কলকাতা ও হাওড়া পৌরনিগমের ভোট আগামী 19 ডিসেম্বর করাতে চাইছে রাজ্য সরকার ৷ এই সংক্রান্ত হলফনামা জমা পড়ল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । রাজ্যের সব পৌরসভায় একইসঙ্গে ভোট করানোর দাবিতে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। একটি মামলা করেছিল ভারতীয় জনতা পার্টি। হাওড়ার এক ব্যক্তিও একটি জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলায় গত 16 নভেম্বর হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে পৌরভোট নিয়ে হলফনামা তলব করেছিল। পাশাপাশি নির্বাচন কমিশনের বক্তব্যও জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট।

আদালত সূত্রে খবর, কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার সেই হলফনামা জমা করেছে। আগামী 24 নভেম্বর এই মামলার শুনানি রয়েছে। রাজ্য সরকার এই হলফনামায় জানিয়েছে 19 ডিসেম্বরই তারা হাওড়া ও কলকাতায় পৌর ভোট করাতে চাইছে। রাজ্যের বক্তব্য, কলকাতা ও হাওড়া পৌর এলাকায় বহু মানুষের করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ হয়েছে । পাশাপাশি এই দুটি পৌরনিগমের ভোট করানোর জন্য প্রস্তুতিও অনেক দূর এগিয়ে গিয়েছে । রাজ্যের আরও বক্তব্য, এই দুই পৌরনিগমে ভোটের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য পৌরসভা গুলিতেও ভোট করা হবে।

আরও পড়ুন : Group D recruitment case : গ্রুপ-ডি নিয়োগে বেনিয়ম, সিবিআই-কে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission ) আগের দিন জানিয়েছিল, কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন তারা কোনও ভোটের বিজ্ঞপ্তি জারি করবে না। তবে রাজ্যের ইঙ্গিত মতোই তারা গোটা রাজ্যে ভোট করাতে প্রস্তুত। তারপরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ পৌরভোট নিয়ে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল। আগামী 24 নভেম্বর এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। উল্লেখ্য, হাওড়া ও কলকাতা পৌরসভায় 19 ডিসেম্বর ভোট হবে বলে সংবাদমাধ্যমে বেশ কিছুদিন আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন আদালতে জানায় পৌরভোটের কোনও বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি ৷

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details