পশ্চিমবঙ্গ

west bengal

নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিন, ন্যাড়া হয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 2:09 PM IST

Updated : Dec 9, 2023, 4:54 PM IST

SLST Job Seekers Movement: নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীদের আন্দোলন শনিবার 1000 দিনে পড়ল ৷ সেই কারণে দুই চাকরিপ্রার্থী মাথা মুড়িয়ে প্রতিবাদে সামিল হলেন ৷ পুরুষ চাকরিপ্রার্থীদের একাংশ খালি গায়ে বসে প্রতিবাদ করলেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগপত্র দেওয়া হোক ৷

SLST Job Seekers Movement
SLST Job Seekers Movement

নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিন, ন্যাড়া হয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

কলকাতা, 9 ডিসেম্বর: বঞ্চনার 1000 দিন । চাকরির দাবি নিয়ে গান্ধিমূর্তির পাদদেশে হাজার দিন ধরে আন্দোলনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীরা । একাধিকবার রাস্তায় নেমে তাঁদের মিছিল করতে দেখা গেলেও এখনও হাতে আসেনি নিয়োগপত্র । তাই এবার ন্যাড়া হয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের । শনিবার রাসমনি পাত্র ও পলাশ মণ্ডল নামে দুই চাকরিপ্রার্থী ন্যাড়া হয়ে তাঁদের 1000 দিনের আন্দোলনে সামিল হলেন ।

ন্যাড়া হয়ে প্রতিবাদ নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীদের

নবম থেকে দ্বাদশ শ্রেণিতে নিয়োগের জন্য মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের অবস্থান অব্যাহত । শনিবার ধর্মতলার সেই ধরনামঞ্চে মাথা মুড়িয়ে প্রতিবাদ করলেন এক মহিলা ও পুরুষ চাকরিপ্রার্থী । ভেঙে পড়লেন কান্নায় । আবেদন করলেন, অবিলম্বে তাঁদের মতো চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হোক । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার তাঁদের ধরনামঞ্চে আসুক । পাশাপাশি এদিন পুরুষ আন্দোলনকারীরা জামা খুলে খালি গায়ে অবস্থান বিক্ষোভ করেন ধরনা মঞ্চে ৷ সেই অবস্থান-বিক্ষোভে যোগ দেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায়ও ৷

ন্যাড়া হয়ে প্রতিবাদ নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীদের

চোখে জল নিয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থী রাসমনি পাত্র বলেন, "দীর্ঘদিন ধরে আমরা এখানে আন্দোলন করছি । সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এগিয়ে আসুন । আমাদের নিয়োগের কথা উঠলেই কোর্ট দেখিয়ে দেওয়া হচ্ছে । আমদের অত টাকা পয়সা নেই, আমরা সাধারণ ঘরের মানুষ । সরকারি উকিলদের কাছেও আমাদের আবেদন আপনারা আমাদের দিকেও একটু তাকান ।’’

নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীদের আন্দোলনের 1000 দিন
নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীদের আন্দোলনের 1000 দিন

কিছুদিন আগে রাজ্যে শূন্যপদে শিক্ষকের সংখ্যা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বলতে শোনা গিয়েছিল, এই চাকরি প্রার্থীদের জন্য নতুন জায়গা তৈরি করা হচ্ছে৷ সেই পদে নিয়োগ হবেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা । তবে সম্পূর্ণ বিষয়টাই বিচারাধীন তাই আদালতের নির্দেশ মেনে কাজ হবে বলেই বারবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী । কিন্তু সেই দিনটা কবে আসবে ? দেখতে দেখতে 1000 দিন কেটে গেল । তাই আর অপেক্ষা নয়, এবার নিয়োগ চান নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীরা ।

চাকরিপ্রার্থীদের আন্দোলনে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায়

আরও পড়ুন:

  1. লক্ষ্মীপুজোয় পাঁচালি পড়ে আন্দোলন চাকরিপ্রার্থীদের
  2. মাথায় ঘট নিয়ে এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক 30 জন চাকরিপ্রার্থী
  3. যোগ্য হয়েও মেলেনি চাকরি, আন্দামান থেকে ধর্মতলার ধরনা মঞ্চে সুমিত্রা
Last Updated : Dec 9, 2023, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details