পশ্চিমবঙ্গ

west bengal

বকেয়া মহার্ঘভাতার দাবিতে নবান্নের দুয়ারে আন্দোলন, অনুমতি চেয়ে হাইকোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 5:41 PM IST

DA Agitation: বকেয়া মহার্ঘভাতার দাবিতে নবান্নের কাছে আন্দোলন করতে চান সরকারি কর্মচারীরা ৷ আন্দোলনের অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ ৷

Calcutta high court
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 14 ডিসেম্বর:বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে সরকারি কর্মচারীরা ৷ তাই তাঁরা এবার একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ নবান্নের কাছে গিয়েই আন্দোলন করতে চান ৷ এই আন্দোলনের অনুমতি চেয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ । নবান্ন বাস স্ট্যান্ডে 19 থেকে 22 ডিসেম্বর সভা করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ।

আন্দোলনকারীদের বক্তব্য, বকেয়া ডিএ-সহ নানা দাবি আদায়ে হাওড়া পুলিশকে আবেদন করা হয়েছে বেশ কিছুদিন আগে । কিন্তু পুলিশ হ্যাঁ বা না কোনও উত্তর দিচ্ছে না ৷ বরং বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে । বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন । আর হাওড়ার ওই জায়গা যথেষ্ট ব্যস্ত তাই ওখানে বসার অনুমতি দেওয়া সমস্যার । যদিও শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি । সম্ভবত সোমবার এই মামলার শুনানি হবে ।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিতে নির্দেশ দিয়েছে রাজ্যকে ৷ তবে আদালতের সেই অনুমতি সত্ত্বেও নির্দেশ পালন করেনি রাজ্য সরকার ৷ বরং হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে রাজ্য এখনও লড়াই করে যাচ্ছে ৷ তাদের দাবি, মহার্ঘভাতা কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয় । এই নিয়ে দীর্ঘদিন ধরে ধর্মতলা চত্ত্বরে, বিকাশ ভবনের সামনে ধরনা কর্মসূচি ছাড়াও একাধিকবার বিক্ষোভ মিছিল করেছে সংগ্রামী যৌথ মঞ্চ । কিন্তু রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, রাজ্যের পক্ষে মহার্ঘভাতা দেওয়া সম্ভব নয় । এরপরেও আন্দোলন থেকে পিছপা হননি সরকারি কর্মচারীরা ৷ বরং তাঁরা আন্দোলনকে আরও তীব্র করতে চান ৷ তাই এবার নবান্ন কাছে গিয়ে বিক্ষোভ করবেন ৷

আরও পড়ুন:

  1. নবান্নের দুয়ারে ডিএ আন্দোলনকারীরা, 19 ডিসেম্বর থেকে চারদিনের ধরনা সংগ্রামী যৌথ মঞ্চের
  2. ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
  3. এভারেস্টে গিয়ে ডিএ ইস্যুতে বঞ্চনার আওয়াজ তুললেন রাজ্য সরকারি কর্মচারীরা

ABOUT THE AUTHOR

...view details