পশ্চিমবঙ্গ

west bengal

সরস্বতীর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি

By

Published : Feb 15, 2021, 4:26 PM IST

Updated : Feb 15, 2021, 4:35 PM IST

আগামীকাল সরস্বতী পুজো ৷ এর মধ্যেই দুঃখের খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস ৷ পুজোর দিন রাজ্যের বেশিরভাগ জায়গায় হতে পারে বৃষ্টি ৷ তবে কলকাতায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই ৷

সরস্বতীর আনন্দ ভেজাতে পারে বৃষ্টি
ছবি

কলকাত, 15 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। বাদ যাবে না উত্তরবঙ্গও ৷ দার্জিলিং ,কালিম্পং সহ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া , পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি ।

কলকাতায় আগামীকাল আকাশ মূলত মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী 24 ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকলেও কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে আজ সর্বনিম্ন তাপমাত্রার পারদ কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে, কলকাতায় শীতের আমেজ না থাকলেও জেলাগুলোতে সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকবে।

আরও পড়ুন :সুদীপ্তর স্মৃতি উস্কে দিল মইদুলের মৃত্যু


আজ সকালে শহরে হালকা কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশায় রেশ কেটে আংশিক মেঘলা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু' ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ, সর্বনিম্ন 43 শতাংশ।

আরও পড়ুন : টানা 7 দিন বাড়ল দাম, রেকর্ড উচ্চতায় পেট্রল-ডিজ়েল

অন্যদিকে, দিল্লিতে আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ ঝাড়খণ্ড, ওড়িশাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাশ্মীর উপত্যকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে ।

Last Updated :Feb 15, 2021, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details