পশ্চিমবঙ্গ

west bengal

SLST Job Aspirants Agitation: 2016 এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক

By

Published : Jan 24, 2023, 3:31 PM IST

Updated : Jan 24, 2023, 4:27 PM IST

SLST Job Aspirants Agitation ETV Bharat
এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক ()

2016 সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Aspirants Agitation) বিকাশ ভবন অভিযান (Bikash Bhaban) ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক ৷ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ (Police detains SLST job aspirants)৷

চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান

কলকাতা, 24 জানুয়ারি:2016 সালের এসএলএসটি (SLST Job Aspirants Agitation) উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন (Bikash Bhaban) অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক । পরিস্থিতি সামাল দিতে করুণাময়ী ও সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে চাকরিপ্রার্থীদের তোলা হল পুলিশের গাড়িতে (Police detains SLST job aspirants)। চাকরির দাবিতে বিক্ষোভকারীদের বিকাশ ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল ।

নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা ৷ এই নিয়ে নানা মহলে গিয়েছেন তাঁরা ৷ আজ তাঁদের বিকাশ ভবন অভিযানের কর্মসূচি ছিল ৷ চাকরির দাবিতে বিক্ষোভকারীদের আজ বিকাশ ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল । বড় রকমের অশান্তি এড়াতে করুণাময়ী ও সেক্টর ফাইভ মেট্রো স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ৷ তবে চাকরিপ্রার্থীরা মেট্রো স্টেশন থেকে বেরতেই তাঁদের আটক করে পুলিশ ৷ একে একে পুলিশের গাড়িতে তোলা হয় বিক্ষোভকারীদের ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে গাড়িতে ওঠেন চাকরিপ্রার্থীরা ৷

আরও পড়ুন:আসছেন প্রধানমন্ত্রী, চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ ফাঁকা করার নির্দেশ পুলিশের

চাকরিপ্রার্থীদের অপর একটি দল সিএল ব্লকের ভেতরে রাস্তায় বসে পড়েন । তাঁদেরকে রীতিমতো টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ । এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় ৷

Last Updated :Jan 24, 2023, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details