পশ্চিমবঙ্গ

west bengal

Mominpur Incident: মোমিনপুর কাণ্ডে কলকাতা পুলিশের কাছে তথ্য চাইল এনআইএ

By

Published : Oct 19, 2022, 5:51 PM IST

গত 8 (আট) অক্টোবর কলকাতার মোমিনপুরে একটি গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটে (Mominpur Incident) ৷ কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে সেই ঘটনার যাবতীয় তথ্য চেয়ে পাঠাল জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA) ৷

NIA seeks detail information from Kolkata Police about Mominpur Incident
Mominpur Incident: মোমিনপুর কাণ্ডে কলকাতা পুলিশের কাছে তথ্য চাইল এনআইএ

কলকাতা, 19 অক্টোবর:মোমিনপুর কাণ্ডে (Mominpur Incident) কলকাতা পুলিশের (Kolkata Police) কাছ থেকে যাবতীয় তথ্য চেয়ে পাঠাল জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA) ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছেন কেন্দ্রীয় এই সংস্থার গোয়েন্দারা ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তের কাজ শুরু করেছেন তাঁরা ৷ রুজু করা হয়েছে আলাদা মামলা ৷ এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাইল এনআইএ ৷

প্রসঙ্গত, লালবাজারের তরফে ইতিমধ্যেই মোমিনপুর কাণ্ডে মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে ৷ সেই সমস্ত মামলার ফাইল এবার খুঁটিয়ে দেখতে চায় এনআইএ ৷ সূত্রের দাবি, সংশ্লিষ্ট পাঁচটি মামলারই ফাইল কলকাতা পুলিশের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে তারা ৷ মোমিনপুরের ওই ঘটনার ঠিক পর পরই তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কী কী সাক্ষ্যপ্রমাণ জোগাড় করেছিল, ঘটনার দিন স্থানীয় থানার কী ভূমিকা ছিল এবং কীভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখবেন এনআইএ গোয়েন্দারা ৷ এমনকী, প্রয়োজন পড়লে তাঁরা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও কথা বলতে পারেন বলে দাবি সূত্রের ৷

আরও পড়ুন:মোমিনপুর কাণ্ডে বিনীতের নেতৃত্বে 13 সদস্যের সিট গঠন লালবাজারের

উল্লেখ্য, গত 8 (আট) অক্টোবর মোমিনপুরে একটি গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটে ৷ যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৷ ঘটনা ঘটার পর সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভাইরাল করা এবং নতুন করে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বেশ কয়েকটি মামলা রুজু করে লালবাজার ৷ এর পাশাপাশি, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয় ৷ 8 অক্টোবরের ওই ঘটনায় কলকাতা পুলিশের দু'জন আইপিএস আধিকারিক গুরুতরভাবে জখম হন ৷ পরে এই ঘটনায় জঙ্গি যোগের অভিযোগ ওঠে ৷ আর তার জেরেই এনআইএ-কে তদন্তের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

ABOUT THE AUTHOR

...view details