পশ্চিমবঙ্গ

west bengal

রাজভবনে মোদি-মমতার বৈঠকের সম্ভাবনা

By

Published : Jan 10, 2020, 10:10 PM IST

Updated : Jan 11, 2020, 2:53 AM IST

আগামীকাল রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে ৷ সেপ্টেম্বরের পর আবার এক মঞ্চে দেখা যেতে পারে মোদি-মমতাকে ৷ তাই পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ আগামীকাল রাজভবনে মোদির সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা খুবই বেশি বলে মনে করছেন অনেকে ৷

মোদি-মমতার বৈঠক
মোদি-মমতার বৈঠক

কলকাতা, 10 জানুয়ারি : আগামীকাল রাজভবনে নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে বলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ৷ আজ নবান্নে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডব্য ৷ রবিবার কলকাতা পোর্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও ৷ এই অনুষ্ঠানের জন্যই মমতাকেও আমন্ত্রণ জানান জাহাজ রাষ্ট্রমন্ত্রী ৷ ফলে, সেপ্টেম্বরের পর আবার এক মঞ্চে দেখা যেতে পারে মোদি-মমতাকে ৷ তাই পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ আগামীকাল রাজভবনে মোদির সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা খুবই বেশি বলে মনে করছেন অনেকে ৷

নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে ৷ নবান্ন সূত্রে খবর, আগামীকাল রাত ন'টায় রাজভবনে হতে পারে রুদ্ধদ্বার বৈঠক ৷ তবে, সরকারিভাবে বৈঠক সম্পর্কে কোনও কিছু ঘোষণা করা হয়নি ৷ তাই এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের বৈঠক নিয়ে দিনভর চলছে চর্চা ৷

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন 2019-র বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়ে দিয়েছেন, এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁর এই আন্দোলন চলতে থাকবে ৷ এই অবস্থায় বৈঠক হলে প্রধানমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করার আবেদন করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এছাড়া, বাংলার মানুষ যে এই আইন চায় না, তাও তথ্যসহ বৈঠকে তুলে ধরবেন তিনি ৷ জানা যাচ্ছে, রাজ্যের দাবি দাওয়া নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ৷ এমনকী, রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণ নিয়েও নালিশ জানাতে পারেন মমতা ৷

ইতিমধ্যে, বাম-কংগ্রেসের ডাকা ভারত বনধের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল বিধানসভায় এর রেশ টেনে জানিয়ে দেন, 13 জানুয়ারি সোনিয়া গান্ধির ডাকা বিরোধীদের বৈঠকে যোগ দেবেন না ৷ এই পরিস্থিতিতে আগামীকাল রাজভবনে এই বৈঠক যে অনেক তাৎপর্যপূর্ণ হবে তা অনেকেই মনে করছেন ৷

Last Updated : Jan 11, 2020, 2:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details