পশ্চিমবঙ্গ

west bengal

Panchayet Election 2023: কমিশনের সিদ্ধান্ত গণতন্ত্রের হত্যা অভিযোগ শুভেন্দুর, পালটা দিলেন রাজীবা

By

Published : Jun 8, 2023, 8:36 PM IST

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার দিনই রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে কার্যত একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সর্বদল বৈঠক না-করেই নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন, অভিযোগ শুভেন্দুর ৷ পালটা জবাব দিল কমিশনও ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী রাজীবা সিনহা

রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা

কলকাতা, 8 জুন:রাজ্য নির্বাচন কমিশনের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার দিনই রাজ্যের বিরোধী দল নেতার কড়া আক্রমণের মুখে পড়লেন রাজীবা সিনহা ৷ রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সরাসরি পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা হয়েছে বলে জানান। একই সঙ্গে, সর্বদল বৈঠক না করে এক তরফাভাবে কমিশন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। যদিও বিরোধী দলনেতার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷

বৃহস্পতিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, 8 জুলাই এক দফায় হবে রাজ্যের পঞ্চায়েত ভোট ৷ সেই সঙ্গে রাজ্য প্রশাসনের তরফে ভোটের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যাবস্থার আশ্বাস মিলেছে বলেও দাবি করেন নির্বাচন কমিশনার ৷ কিন্তু কমিশনের এই সিদ্ধান্তে যে বিরোধীরা খুশি নয়, তা ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে ৷ একই সঙ্গে, টুইট করে বিরোধী দলনেতা সাফ জানিয়ে দিয়েছেন, যেভাবে নির্বাচন কমিশনার এক তরফা নিদ্ধান্ত নিয়েছেন তা অগণতান্ত্রিক ৷

শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছেন, "প্রথমবারের মতো, ব্লকস্তর, জেলা স্তর বা রাজ্যস্তরে সর্বদলীয় কোনও সভা না-করে একতরফাভাবে ঘোষণা করা হয়েছে ৷ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও আলোচনা হয়নি। মনোনয়ন জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়কাল আগামিকাল অর্থাৎ 9 জুন থেকে শুরু হবে, শুক্রবার 15 জুন শেষ। 10 এবং 11 জুন ছুটি থাকায় কোনও সরকারি কাজ হবে না।" এর পাশাপাশি ভোটে যদি কোনও হিংসার ঘটনা ঘটে তার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে দায়ী করা হবে বলেও জানিয়ে দিয়েছেন বিরোধী দল নেতা ৷

আরও পড়ুন:পঞ্চায়েতে কেন্দ্র না রাজ্য পুলিশ, ধোঁয়াশা জিইয়ে রাখলেন নির্বাচন কমিশনার

যদিও রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ এদিন উড়িয়ে দিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ সর্বদল বৈঠক না ডেকে কেন এক তরফা এভাবে কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল, এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজীবা সিনহা স্পষ্ট বলেন, "সর্বদল বৈঠক করে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে এমন কোনও আইন নেই ৷" একই সঙ্গে, পরবর্তী সময়ে কমিশন রাজনৈতিক দলগুনির সঙ্গে কথা বলবে কি না, তা নিয়ে জানতে চাওয়া হলে রাজীবা সিনহা জানান, কমিশন প্রয়োজন মনে করলে বৈঠক করবে ৷ তবে রাজ্য সরকার এবং প্রশাসনের সঙ্গে যে দফায় দফায় কমিশনের আলোচনা হয়েছা তা এদিন স্বীকার করে নিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার ৷ এদিন রাজীবা সিনহা বলেন, "সরকারের বিভিন্ন স্তরে সব বিষয় নিয়েই ঘন ঘন আলোচনা হয়েছে আমাদের ৷ তারপরই এই সিদ্ধান্ত হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details