পশ্চিমবঙ্গ

west bengal

আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 12:06 PM IST

Updated : Nov 21, 2023, 12:18 PM IST

Bengal Global Business Summit: আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ এ বার গত বছরের বিনিয়োগ প্রস্তাবের রেকর্ড ছাপিয়ে যায় কি না, সেদিকে নজর থাকবে ৷ এ বারের সম্মেলনে মুকেশ আম্বানি ছাড়াও আরও অনেকে উপস্থিত থাকছেন ৷

Bengal Global Business Summit
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

কলকাতা, 21 নভেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরেই রাজ্যে শুরু হতে চলেছে বাণিজ্যের মহাসম্মেলন । এখনও পর্যন্ত যা খবর, আজ দুপুরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি । সূত্রের মারফত জানা গিয়েছে, সম্মেলন শুরুর আগেই সরকারের ঘরে জমা পড়েছে 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ৷

এ দিনের সম্মেলনের মূল অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ নিঃসন্দেহে মুকেশ আম্বানি । আজ দুপুরেই তাঁর কলকাতা পৌঁছনোর কথা । তারপর তিনি সরাসরি যোগ দেবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানে । সুত্র মারফত জানা গিয়েছে, আজ উদ্বোধনী অনুষ্ঠানের বক্তার তালিকায় হিরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হিরানান্দানির নামও রয়েছে । তবে এখনও তাঁর আসার বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ।

একইভাবে আদানি গ্রুপের তরফ থেকে এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার কথা বলা হলেও কে আদানি গ্রুপের তরফ থেকে আজকে উপস্থিত থাকছেন, তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে । যদিও মূল অনুষ্ঠান শুরুর আগে এখনও কয়েক ঘণ্টা সময় রয়েছে, তাই মনে করা হচ্ছে গৌতম আদানি বা তাঁর পুত্র করণ আদানি না এলেও আদানি গ্রুপের তরফ থেকে কোনও প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন ।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি, আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী, জিএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, আরতি সঞ্জীব গোয়েনকা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েনকা, অম্বুজা গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়-সহ এক ঝাঁক শিল্পপতি ।

আজকের মূল অনুষ্ঠান দুটো ভাগে বিভক্ত ৷ তাতে রয়েছে উদ্বোধনী পর্ব, এরপর রয়েছে ইন্টারন্যাশনাল সেশন । আজকের বিশ্ববঙ্গ সম্মেলনে কুড়িটি দেশের প্রতিনিধির যোগ দেওয়ার কথা রয়েছে ইন্টারন্যাশনাল সেশনে ৷ তাঁদের সঙ্গেই সরাসরি কথা বলবেন রাজ্যের প্রতিনিধিরা ।

এ বারের সম্মেলনের ফোকাস ক্ষুদ্র ও মাঝারি শিল্প । আলোচ্য বিষয়গুলির মধ্যে রাখা হয়েছে উত্‍পাদন শিল্প, পরিকাঠামো, কৃষি ও কৃষিজ পণ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং স্কিল ডেভলপমেন্ট । সম্মেলনে পর্যটনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে । সম্প্রতি রাজ্য সরকার পর্যটনকে শিল্পের মর্যাদা দিয়েছে । গত বছরের সম্মেলনে 137টি আগ্রহপত্র ও সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছিল । 3.42 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ছিল । সেগুলিতে 30 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিল রাজ্য সরকার । এ বার বিশ্ববঙ্গ সম্মেলনে সেই রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার পালা ৷

এখনও পর্যন্ত রাজ্য সরকারের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই 26টি প্রস্তাব সরকারের ঘরে জমা পড়েছে, যাতে বিনিয়োগের প্রস্তাব রয়েছে 7600 কোটি টাকার । এখনও অনেক কিছুই বাকি ৷ তাই অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারি কি না এ বারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, সেটাই দেখার ।

আরও পড়ুন:

  1. মঙ্গলে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বুধে লক্ষ্ণীলাভের আশায় বাংলা
  2. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি জোরকদমে, যোগ দিতে পারেন মুকেশ আম্বানিও
Last Updated : Nov 21, 2023, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details