পশ্চিমবঙ্গ

west bengal

Panchayat Elections 2023: '315 কোম্পানি বাহিনীর ব্যবহার কীভাবে হবে?' স্বরাষ্ট্রমন্ত্রকের প্রশ্নের উত্তরে পালটা চিঠি কমিশনের

By

Published : Jun 26, 2023, 5:32 PM IST

315 কোম্পানি বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ জানতে চাওয়া হল কবে, কীভাবে ও কোথায় এই বাহিনীকে ব্যবহার করা হবে ? কমিশনের 485 কোম্পানি বাহিনী চেয়ে আবেদনের পরেই, আগের 315 কোম্পানি বাহিনী নিয়ে কমিশনকে চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রক ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

কলকাতা, 26 জুন: দ্বিতীয় দফায় 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ইতিমধ্যে দু’বার স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ তার অনুমোদন তো দূর, এবার পালটা আগের দফায় অনুমোদন দেওয়া 315 কোম্পানি বাহিনীকে কীভাবে ব্যবহার করা হবে ? তার ব্লু প্রিন্ট কী হবে ? তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ পালটা স্বরাষ্ট্রমন্ত্রককে সোমবার ফের চিঠি পাঠাল কমিশন। চাহিদা মতো বাহিনী এখনও কেন মোতায়েন নয়, জানতে চেয়েই এই চিঠি। একইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, কোথায় কোন বাহিনী মোতায়েন করা হবে, তা কমিশনের এক্তিয়ার নয়। তাই অতিরিক্ত 485 কোম্পানি-সহ আগের 315 কোম্পানি চেয়ে চিঠি কমিশনের।

স্বাভাবিকভাবেই ভিনরাজ্যের বিভিন্ন সেনা ক্যাম্পে বাহিনীদের প্রস্তুত রাখা হয়েছে ৷ যেহেতু রাজ্য নির্বাচন কমিশনের আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রক ইউনিটগুলিকে ভোটের কাজে মোতায়েন করেছে ৷ তাই তাদের অন্যত্র ব্যবহারও করা যাচ্ছে না ৷ আর রাজ্য নির্বাচন কমিশন ব্লু প্রিন্ট না পাঠানোয় সেই বাহিনীকে ভোটের নিরাপত্তার কাজে পাঠানো যাচ্ছে না ৷ তার উপরে দ্বিতীয় দফায় 485 কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সেই চিঠি হাতে পাওয়ার পরেই এবার কমিশনকে পালটা চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রক ৷

আরও পড়ুন:রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা

সূত্রের খবর, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চেয়েছে, আগের অনুমোদিত 315 কোম্পানি বাহিনীকে কোথায় কীভাবে ব্যবহার করা হবে ? কারণ, সেই বাহিনীকে এখনও কাজে লাগাতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন ৷ আর তার আগেই ফের 485 কোম্পানি বাহিনী চাওয়া হচ্ছে কেন ? তবে, কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রবিবারই আগের অনুমোদিত 315 কোম্পানি বাহিনীকে কীভাবে ও কোথায় ব্যবহার করা হবে, তার ব্লু প্রিন্ট তৈরি করেছে কমিশন ৷ সেই ব্লু প্রিন্ট আজই বাহিনীর কাছে পৌঁছে যাবে ৷

আরও পড়ুন:কমিশনারকে পক্ষপাতিত্ব না-করার বার্তা রাজ্যপালের, রাজভবন ছেড়ে নীরব রাজীবা

ফলে মনে করা হচ্ছে, আজ রাতে বা আগামিকাল সকাল থেকে রাজ্যে ওই 315 কোম্পানি বাহিনী আসতে শুরু করবে ৷ ইতিমধ্যে, গত সপ্তাহে 22 কোম্পানি বাহিনীকে রাজ্যে পাঠানো হয়েছিল ৷ সেই বাহিনীকে ইতিমধ্যে রুটমার্চ ও এরিয়া ডমিনেন্টের কাজে লাগানো হয়েছে ৷ উল্লেখ্য, পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা করতে রাজ্যপালের কাছে সময় চেয়ে আবেদন করেছিলেন কমিশনার রাজীবা সিনহা ৷ সেই মতো রবিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে তাঁর প্রায় 2 ঘণ্টার বৈঠক হয়ে ৷ সেই বৈঠকের পরেই আজ সকালে কমিশনের কাছে বাহিনীর ব্যবহার কীভাবে হবে ? তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

ABOUT THE AUTHOR

...view details