পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Visits Purba Medinipur: আজ থেকে চার দিনের পূর্ব মেদিনীপুর সফর মমতার, সভা করবেন খেজুরিতেও

By

Published : Apr 3, 2023, 11:03 AM IST

আজ থেকে চার দিনের জন্য পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। খেজুরিতে প্রশাসনিক সভা করার কথাও রয়েছে। এরপর সেখান থেকে দিঘায় দলীয় সম্মেলন করবেন মমতা।

Etv Bharat
Etv Bharat

কলকাতা ও পূর্ব মেদিনীপুর, 3 এপ্রিল:চার দিনের সফরে আজ পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা রয়েছে। সেখান থেকে সরাসরি দিঘায় চলে যাওয়ার কথা রাজ্যের প্রশাসনিক প্রধানের। পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের সংগঠনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। বিশেষ করে শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর পূর্ব মেদিনীপুরে হারানো মাটি ফিরে পেতে বদ্ধপরিকর বাংলার শাসকদল। সেই লক্ষ্যে এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর আর সেখানে পা রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একদা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই নন্দীগ্রাম । শুধু তাই নয়, রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করে রাজ্যে তৃণমূলের ক্ষমতায় আসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নন্দীগ্রামের কৃষি আন্দোলনের। কিন্তু কোনও কোনও রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এই মুহূর্তে সাংগঠনিকভাবে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে তৃণমূল। সামনেই পঞ্চায়েত নির্বাচন এই অবস্থায় নন্দীগ্রাম এবং খেজুরিতে তৃণমূল কংগ্রেস তাদের হারানো মাটি ফিরে পেতে চাইছে বাংলার শাসক দল । এক্ষেত্রে উন্নয়নই হল শাসকদলের অস্ত্র। মূলত, সেই লক্ষ্যে আজ খেজুরি ঠাকুরনগরে প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের যে সূচি পাওয়ার গিয়েছে তাতে জানা গিয়েছে, আজ কলকাতা থেকে হেলিকপ্টারে সরাসরি খেজুরির প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে আকাশ পথে উড়ে যাবেন দিঘায় ৷ আগামিকাল দিঘাতে দলের দু'টি সাংগঠনিক জেলাকে নিয়ে বসবেন মুখ্যমন্ত্রী। কাঁথি এবং তমলুক দুই সাংগঠনিক জেলা নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল এবং পরশুদিন তাঁর দিঘায় থাকার কথা রয়েছে। দিঘাতে রাজ্য সরকারের তরফ থেকে জগন্নাথ মন্দির নির্মাণ করছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত যা সূচি তাতে এই জগন্নাথ মন্দির নির্মাঁণের কাজ দেখতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:'বাংলায় আইন-শৃঙ্খলার অবনতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রোল মডেল', আক্রমণ অনুরাগের

এক্ষেত্রে তিনি যেভাবে এই মন্দিরের পরিকল্পনা করেছেন, তা সঠিক পথে এগোচ্ছে কি না, তা তদারকি করবেন তিনি। এরপর আগামী 6 তারিখ আবার কলকাতায় ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এবার মুখ্যমন্ত্রীর দিঘা তথা পূর্ব মেদিনীপুর সফর দল তথা সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবারের এই সফরকালে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি গুরুত্ব দিচ্ছেন দলীয় সংগঠনের উপর। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগ সাম্প্রতিক সময়ে শাসকদলের ভাবমূর্তিকে কিছুটা হলেও কালিমালিপ্ত করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ এই ভাবমূর্তি উদ্ধারের। 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2019 সালের লোকসভাতে যেখানে যেখানে দল খারাপ ফলাফল করেছিল সেখানে জমি পুনরুদ্ধারের। এখন দেখার মুখ্যমন্ত্রী এই সফর সেই লক্ষ্যে কতটা সফল হয়।

ABOUT THE AUTHOR

...view details