পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Slams Suvendu: রাজনীতির নামে বাংলার বদনাম যারা করে, তাদের নাম বলতে লজ্জা লাগে, মমতার নিশানায় শুভেন্দু

By

Published : Nov 23, 2022, 1:03 PM IST

Updated : Nov 23, 2022, 1:26 PM IST

Mamata Banerjee Slams Suvendu Adhikari on Central Government Fund Allocation Issue

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখান থেকেই তিনি নাম না করে সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷

কলকাতা, 23 নভেম্বর: ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে যে টানাপোড়েন চলছে, তা নিয়েই অভিযোগ করতে গিয়ে শুভেন্দুর সমালোচনা করেন তিনি ৷ কিন্তু তিনি নাম করেননি বিরোধী দলনেতার ৷ বরং বলেছেন, ‘‘রাজনীতির নাম করে বাংলাকে বদনাম যারা করে, তাদের নাম বলতে লজ্জা লাগে ৷ ধিক্কার জানাই ৷’’

প্রসঙ্গত, বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাট্টা বিলি সংক্রান্ত এক সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি একাধিক ব্যক্তির হাতে পাট্টা তুলে দেন ৷ তার পর বক্তৃতা করেন ৷ সেই সময় তিনি একাধিক ইস্যুতে সমালোচনা করেন কেন্দ্রীয় সরকার ও বিজেপির (BJP) ৷

বঙ্গ বিজেপিও তাঁর সমালোচনা থেকে বাদ যায়নি ৷ বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে মোদি সরকারের (Modi Government) সঙ্গে তাঁর সরকারের যে টানাপোড়েন গত কয়েকমাস ধরে চলছে, তা নিয়ে আবার তিনি সরব হন ৷ কেন্দ্রীয় সরকার কেন প্রকল্পের টাকা আটকে রাখছে সেই প্রশ্ন আবার তোলেন মুখ্যমন্ত্রী ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পের টাকার অপব্যবহারের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)-সহ কেন্দ্রের একাধিক মন্ত্রীকে চিঠি লেখেন ৷ ইতিমধ্যে একশো দিনের কাজ-সহ একাধিক প্রকল্পের অর্থ আটকে দেওয়া হয় কেন্দ্রের তরফে ৷ যা নিয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও বিজেপির মধ্যে তরজা চলছেই ৷

মমতা নিজেও এই নিয়ে বহুবার সরব হয়েছে ৷ এদিন আবার সরব হন ৷ তাঁর কথায়, ‘‘রাজনীতির নাম করে বাংলাকে বদনাম যারা করে, তাদের নাম বলতে লজ্জা লাগে ৷ ধিক্কার জানাই ৷’’ তাঁর আরও বক্তব্য, লক্ষ্মীর ভান্ডার পুরো রাজ্যের টাকা ৷ সেটা নিয়েও চিঠি লিখেছে ৷ টাকা নিয়ে অপব্যবহার করছে ৷

এই নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন তিনি ৷ বলেন, ‘‘দিল্লির সরকার পারে বটে ! সরকারের সঙ্গে কথা না বলে পার্টি যা বলে তা করে ৷ আরে ভাই পার্টি পরে ৷ আগে জনগণ ৷’’

আরও পড়ুন:'ডেঙ্গি জিন পালটায়, এখন কমেছে', বিধানসভায় দাবি মমতার

Last Updated :Nov 23, 2022, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details