পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Banerjee: রাজদ্রোহ আইন বদলের নামে কঠোর নাগরিক বিরোধী আইন আনতে চায় কেন্দ্র, সরব মমতা

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 5:45 PM IST

Updated : Oct 11, 2023, 6:20 PM IST

কেন্দ্রের আনা ভারতীয় ন্যায় সংহিতা বিলের মাধ্যমে ঘুর পথে কেন্দ্র সরকার নাগরিক বিরোধী কঠোর আইন তৈরি করতে চাইছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 11 অক্টোবর: ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোডের খোলনলচে বদলে দেশে নয়া ফৌজদারি আইনি ব্যবস্থা কার্যকর করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷ সেই লক্ষ্যে ভারতীয় ন্যায় সংহিতা বিল গত অগস্ট মাসে লোকসভার পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এবার কেন্দ্রের আনা এই বিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিশেষত, শতাব্দী প্রাচীন রাজদ্রোহ আইন বিলোপ করে নয়া রাষ্ট্রদ্রোহ আইন আনার যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে, তার তীব্র বিরোধিতা করলেন মমতা ৷ বুধবার এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে একটি দীর্ঘ পোস্ট করে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আসলে রাজদ্রোহ আইন (Sedition Law) প্রত্যাহারের নাম করে কেন্দ্র আরও কঠোর, নাগরিক বিরোধী আইন আনতে উদ্যোগী হয়েছে, যা আরও গুরুতর ভাবে দেশের নাগরিকদের ক্ষতি করবে ৷

এদিন সোশাল মিডিয়ায় বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, "ইন্ডিয়ান পিনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসেডিওর ও ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে প্রস্তাব তৈরি করেছে তা খতিয়ে দেখছিলাম ৷ আমি স্তম্ভিত এটা দেখে যে এই খসড়ায় চুপিসারে কঠোর নাগরিক বিরোধী ধারা যোগ করার প্রচেষ্টা করা হয়েছে ৷ আগে ছিল রাজদ্রোহ আইন, এই আইন প্রত্যাহারের নামে এখন ভারতীয় ন্যায় সংহিতা বিলে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা আরও গুরুতর ভাবে দেশের নাগরিকদের ক্ষতি করবে ৷"

আরও পড়ুন: রাজস্থানে বিয়ের জন্য ভোটের দিন বদল ! নতুন তারিখ জানাল কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, রাজদ্রোহ আইনের বদল শুধু বাইরে থেকে করলেই হবে না, এর উদ্দেশ্যও বদলের প্রয়োজন ৷ দেশের গণ আন্দোলনকারী ও আইনবিদদের এই খসড়া প্রস্তাবটি পড়ার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী ৷ তৃণমূল সাংসদরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও বিষয়টি তুলবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, অভিজ্ঞতার ভিত্তিতে আইনে পরিবর্তন অবশ্যই প্রয়োজন, কিন্তু পিছনের দরজা দিয়ে দিল্লিতে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী চিন্তাধারার প্রবেশ কাম্য নয় ৷

Last Updated : Oct 11, 2023, 6:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details