পশ্চিমবঙ্গ

west bengal

পরিস্থিতি এখনও উদ্বেগজনক, করোনা পরীক্ষা বাড়ানোর দাবি চিকিৎসকদের

By

Published : Mar 23, 2021, 7:28 AM IST

টেস্টের সংখ্যা কম হওয়ায় করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যাও কম ৷ এমনটাই মনে করছেন চিকিৎসকরা ৷ অবিলম্বে টেস্টের সংখ্যা বাড়ানো দাবি জানিয়েছেন তাঁরা ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা, 23 মার্চ : করোনার দৈনিক পরীক্ষার সংখ্যা কম হওয়ায় রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যাও কমে গেল। তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলে মনে করছেন চিকিৎসকরা। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, টেস্ট, ট্রেসিং এবং ট্রিটমেন্ট ছাড়া করোনা প্রতিরোধের আর অন্য কোনও পথ নেই। অবিলম্বে করোনা টেস্টের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অন্যদিকে রাজ্যে ফের করোনার দৈনিক সংক্রমণ বাড়তে দেখা গিয়েছে ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 21 মার্চ রাজ্যে আক্রান্ত হয়েছেন 422 জন ৷ 22 মার্চ 368 জন ৷

চিকিৎসকদের বিভিন্ন অংশের তরফে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় টেস্টের সংখ্যা অনেক কম হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী , 22 মার্চ 368 জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল করোনা টেস্টের সংখ্যা ছিল 16 হাজার 8 । 21 মার্চ যখন করোনায় আক্রান্ত হয়েছেন 422 জন, তখন করোনা টেস্টের সংখ্যা ছিল 20 হাজার 665 । 20 মার্চ করোনায় আক্রান্ত হয়েছেন 383 জন, করোনা টেস্টের সংখ্যা ছিল 22 হাজার 779। গত 19 মার্চ করোনায় আক্রান্ত হয়েছেন 347 জন, টেস্টের সংখ্যা ছিল 20 হাজার 425 । টেস্টের সংখ্যা কম হয়েছে বলে দৈনিক সংক্রমণের সংখ্যাও 22 মার্চ কম দেখা যাচ্ছে । পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। করোনা টেস্টের সংখ্যা কি তাহলে ফের বাড়ানো হবে ? এবিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে, তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন :কলকাতার নামী বেসরকারি স্কুলে করোনা আক্রান্ত ছাত্র, আজ থেকে বন্ধ হল স্কুল

সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের পাঁচটি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "টেস্ট, ট্রেসিং এবং ট্রিটমেন্ট ছাড়া সংক্রমণ প্রতিরোধের অন্য কোনও উপায় নেই‌ । টেস্টের সংখ্যা কম হওয়ায় দৈনিক সংক্রমণের সংখ্যাও কম হচ্ছে। অবিলম্বে টেস্টের সংখ্যা বাড়ানো জরুরি।"
অন্যদিকে সংক্রমণ আবারও সব থেকে বেশি দেখা যাচ্ছে কলকাতার ভবানীপুর, বালিগঞ্জ, যাদবপুর, বেহালা, ফুলবাগান, মানিকতলা এলাকায় ‌।

ABOUT THE AUTHOR

...view details