পশ্চিমবঙ্গ

west bengal

তিন রাজ্যে ভরাডুবি কংগ্রেসের, 'ইন্ডিয়া'র বৈঠকের আগেই হাত শিবিরের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 4:54 PM IST

TMC on Congress: রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের বিধানসভা ভোটে কংগ্রেসের খারাপ ফলের পরেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী 'ইন্ডিয়া' জোটের মুখ হিসেবে তুলে ধরতে তৎপর তৃণমূল কংগ্রেস ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 3 ডিসেম্বর:চার রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের পরবর্তী বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার অর্থাৎ 6 ডিসেম্বর তারিখ দিল্লিতে বৈঠকে বসতে চলেছে 'ইন্ডিয়া' জোটের শরিকরা। রবিবার ভোটের ফলপ্রকাশের পর ফলাফল পর্যালোচনার কথা মাথায় রেখেই এই বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু রবিবার ফলপ্রকাশের দিনই 'ইন্ডিয়া' জোটের প্রধান শরিক কংগ্রেসের উপর চাপ বৃদ্ধির খেলা শুরু করে দিল এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।

ভোটের ফলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবিকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে সামনে রেখে লড়াইয়ের বার্তা দিল তৃণমূল । এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই সম্পর্কে বলেন, "আজ চার রাজ্যের ফলাফলে যতটা না বিজেপির সাফল্য রয়েছে তার থেকে অনেক বেশি রয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ব্যর্থতা।" তাঁর আরও দাবি, আবার এটা প্রমাণিত যে বিজেপিকে যদি কেউ হারাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস । নিজেদের রাজ্যই সামলাতে ব্যর্থ কংগ্রেস তাই এই পরাজয় থেকে শিক্ষা নিক হাত শিবির।

কংগ্রেস নেতৃত্বের প্রতিও এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ তিনি বলেন, "কংগ্রেসের নেতাদের জমিদারি প্রথা ছাড়তে হবে । দ্রুত বিরোধী নেতা-নেত্রীদের ঠিক করতে হবে জোটের মুখ কে হবে ! একদিকে যেমন উন্নয়ন করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন, জনমুখী প্রকল্প তৈরিতে দেশে মডেল তিনি। একইভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে কেউ যদি সফল হতে পারেন তাহলে তিনি মমতাই। তাই গোটা দেশে মমতা মডেলটি এখন সবথেকে বেশি গ্রহণযোগ্য । বিরোধীদের উচিত সেই মডেলকে সামনে রেখেই লড়াই করা ।"

রাজনৈতিক মহলের প্রশ্ন, কর্ণাটক বিধানসভা ভোটের সাফল্যের পর বিরোধী জোটের চালিকাশক্তি হিসেবে যেভাবে কংগ্রেস সামনের সারিতে উঠে এসেছিল এবার এই তিন বিধানসভায় পরাজয় আরও একবার 'ইন্ডিয়া' জোটের মধ্যে কংগ্রেসকে ব্যাকফুটে ঠেলে দিল না তো !

আরও পড়ুন:

  1. মধ্যপ্রদেশ-রাজস্থানে 'ল্যান্ডস্লাইড', ছত্তিশগড়ে ফের পদ্ম ফুটিয়ে সন্ধেয় কর্মীদের বার্তা মোদির!
  2. মোদির নেতৃত্বকে সমর্থন আর কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ: বিজেপি
  3. বাবরি ধ্বংসের দিনেই 'ইন্ডিয়া'র বৈঠকের ডাক কংগ্রেসের, জোটসঙ্গীদের ফোন খাড়গের

ABOUT THE AUTHOR

...view details