পশ্চিমবঙ্গ

west bengal

AI technology for Kolkata Traffic : ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের জন্য আসছে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'

By

Published : Jan 16, 2022, 9:22 PM IST

লালবাজার সূত্রে খবর, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার শহরের বিভিন্ন জায়গায় বসানো সিসিটিভির সঙ্গে যুক্ত থাকবে (AI technology for Kolkata Traffic) । এতে ট্র্যাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে ৷

AI technology for Kolkata Traffic
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

কলকাতা, 16 জানুয়ারি : পুলিশের চোখে ফাঁকি দিয়ে প্রায়ই ট্র্যাফিক আইন অমান্য করেন ? রাতবিরেতে ট্র্যাফিক সিগন্যাল ভেঙে গাড়ি ছোটানোর অভ্যাস আছে ? এরকম বদভ্যাস থাকলে সাবধান ৷ কারণ রক্তমাংসের মানুষের চোখে ফাঁকি দিলেও আধুনিক প্রযুক্তিকে উপেক্ষা করা মুশকিল ৷ ট্র্যাফিক আইন অমান্যকারীদের চিহ্নিত করতে এবার কলকাতা পুলিশের নতুন আমদানি 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' । এখন থেকে কলকাতার রাস্তায় বেআইনি পার্কিং, ট্র্যাফিকের সিগন্যাল অমান্য করা, হেলমেট না পরে বাইক চালানো, দ্রুতগতিতে বাইক চালিয়ে বেরিয়ে যাওয়া বাইক আরোহীদের চিহ্নিত করবে এই বিশেষ সফটওয়্যার (AI technology for Kolkata Traffic) ।

এই বিষয়ে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এই সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে ট্রেনিং শুরু হয়েছে । খুব তাড়াতাড়ি সফটওয়্যারটির কাজ শুরু হবে ৷ এর ফলে উপকৃত হবেন কলকাতা পুলিশের সার্জেন্টরা । পাশাপাশি শহরের রাস্তায় দুর্ঘটনাও অনেকটা কমবে । কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ সূত্রে খবর, ভিড়ের মধ্যে থাকা যে কোনও বাইক আরোহী যদি ট্র্যাফিক আইন লঙ্ঘন করেন তাহলে সংশ্লিষ্ট বাইক আরোহীকে চিহ্নিত করার ক্ষমতা রাখবে এই বিশেষ সফটওয়্যার ।

আরও পড়ুন : Kolkata Police Instruction for Traffic Personnel : ট্র্যাফিক পুলিশকে শোল্ডার লাইট-রিফ্লেকশন জ্যাকেট পরতে নির্দেশ

লালবাজার সূত্রে খবর, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার শহরের বিভিন্ন জায়গায় বসানো সিসিটিভির সঙ্গে যুক্ত থাকবে । বর্তমানে কলকাতায় ট্র্যাফিকে নজরদারির জন্য রাস্তায় 25000টি সিসিটিভি ক্যামেরা বিভিন্ন প্রান্তে ইন্সটল করা রয়েছে । সফটওয়্যারটি এমনভাবে প্রোগ্রাম করা হবে যাতে ট্র্যাফিক আইন ভঙ্গ হলেই তা সঙ্গে সঙ্গে অ্যালার্ট সিগন্যাল দেবে লালবাজারে । আর সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ থেকেই গাড়ির নম্বর প্লেট দেখে নেওয়া যাবে । এতে গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে ৷ এমনকী কোন রাস্তায়, কোন সময়ে, কোন গাড়ি ট্র্যাফিক লঙ্ঘন করছে সেই খবর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সংশ্লিষ্ট ট্র্যাফিক গার্ডের অফিসার ইনচার্জের কাছে ।

ABOUT THE AUTHOR

...view details