পশ্চিমবঙ্গ

west bengal

Kolkata Medical College: স্বাস্থ্যভবনে জরুরি বৈঠকেও মিলল না সমাধান, মেডিক্যালে আন্দোলন অব্যাহত

By

Published : Dec 15, 2022, 8:36 PM IST

আজ অর্থাৎ, বৃহস্পতিবার নিয়ে সাতদিনের মাথায় মেডিক্যাল কলেজ পড়ুয়াদের (Parents of medical students) অনশন আন্দোলন। এদিন স্বাস্থ্যভবনে একটি জরুরি বৈঠক হয়। বৈঠক শেষে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানান, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্বাচনের ছাত্ররা যে দাবি জানিয়েছে, সে বিষয়ে আলোচনা চলছে। নির্বাচন হবে না, এমনটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়নি। তাই এখনও কোনও প্রকার সূত্র না-মেলায় পড়ুয়ারা অনশন আন্দোলনেই রয়েছেন।

Kolkata Medical College
স্বাস্থ্যভবনে জরুরি বৈঠকেও মিলল না সমাধান

কলকাতা, 15 ডিসেম্বর:কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) পড়ুয়াদের অনশনের (Student Agitation) 168 ঘণ্টা পার ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড় পড়ুয়ারা। এদিন স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক ছিল ৷ উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য সচিব ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ৷ সেই বৈঠকেও মিলল না কোনও সমাধান। 22 ডিসেম্বর নির্বাচন না-হলেও কবে হবে ছাত্র সংসদ নির্বাচন, তা এখনও অজানা।

আজ অর্থাৎ, বৃহস্পতিবার নিয়ে সাতদিনের মাথায় মেডিক্যাল কলেজের অনশন আন্দোলন। এদিন সকাল 10টা থেকে পড়ুয়াদের আন্দোলনে যোগ দেন অভিভাবকরা (Parents of Medical Students)। অনশন আন্দোলনে সামিল হন তাঁরা। একবার অধ্যক্ষের সঙ্গে কথাও বলেন। তাঁরা জানান, আজকেই মীমাংসা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তার পরবর্তীকালেই স্বাস্থ্যভবনে একটি জরুরি বৈঠক হয়। বৈঠক শেষে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানান, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্বাচনের ছাত্ররা যে দাবি জানিয়েছে, সে বিষয়ে আলোচনা চলছে। কথা তো আর বন্ধ করা যাবে না। সেই বিষয়ে আলোচনা হয়েছে। সমস্যা মেটানোটা আমাদের কলেজ কাউন্সিলেরর হাতে নেই।

আরও পড়ুন:ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মেডিক্যাল কলেজের পড়ুয়াদের মিছিল

তিনি আরও জানান, নির্বাচন হবে না এমনটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়নি। একেবারে পুরোপুরি যাতে বন্ধ না-হয়ে যায়, তার জন্যই আসা ও আলোচনা করা।" অন্যদিকে পড়ুয়াদের অনশন আন্দোলন এখনও অব্যাহত ৷ এদিন পড়ুয়াদের পাশাপাশি 12 ঘণ্টার প্রতীকি অনশনে আসেন অভিভাবকরাও। এখনও কোনও প্রকার সূত্র না-মেলায় পড়ুয়ারা অনশন আন্দোলনেই রয়েছেন। অন্যদিকে, অভিনেভা কৌশিক সেনের পর এবার পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন পরিচালক অপর্ণা সেনও (Aparna Sen) ।

ABOUT THE AUTHOR

...view details