পশ্চিমবঙ্গ

west bengal

Saraswati Puja Market Price: চাহিদার অভাব, সরস্বতী পুজোর ফলবাজার নাগালেই

By

Published : Jan 25, 2023, 10:37 PM IST

রাত পোহালেই সরস্বতী পুজো ও গোটা ষষ্ঠী (Market Price of Saraswati Puja)৷ তবে চিন্তার কারণ নেই ফল ও কিছু সবজির দামে বিশেষ পরিবর্তন নেই ৷

ETV Bharat
সরস্বতী পুজোর বাজার

কলকাতা, 25 জানুয়ারি: এক দিকে বিদ্যাদেবীর আরাধনা অন্যদিকে গোটা ষষ্ঠী ৷ সাধারণত তার আগে ফলবাজার যে চড়বে সেটাই স্বাভাবিক ৷ তবে এবার সরস্বতী পুজোর ফলবাজার আমজনতার নাগালেই রইল (Saraswati Puja Market Price 2023)। কারণ হিসেবে চাহিদা তেমন না থাকাকেই তুলে ধরছেন দোকানিরা । দোকানদারদের কথায়, "করোনা পরবর্তী সময় থেকে সব অঙ্ক যেন ওলট পালট হয়ে গিয়েছে । করোনার পর আমরা স্বাভাবিক ছন্দে ফিরলেও বাজারের বৃদ্ধি ছন্দপতন ঘটেছে যেন চিরতরে । এটা বুঝতে পারি সমস্ত উৎসবের মরশুমে আগে কত টাকা আয় করে ফিরতাম আর এখন কত করি ।"

যে কোনও উৎসব বা পুজোর দিন কয়েক আগে থেকেই জিনিসপত্রের দাম হাতের নাগালের বাইরে চলে যায় । তবে সরস্বতী পুজোর আগেও ফল বা সবজি দাম বেড়েছে কিন্তু তা যৎসামান্য ।

আগের দামপুজোয় বর্ধিত দাম

কাঁঠালি কলা : 40 টাকা ডজন কাঁঠালি কলা : 50 টাকা ডজন

শাঁখ আলু : 45-50 টাকা কেজি শাঁখ আলু : 60 টাকা কেজি

শশা : 40-50 টাকা কেজি একই রয়েছে

পেয়ারা : 40-50 টাকা কেজি পেয়ারা : 80 টাকা কেজি

সবেদা : 3 জোড়া 15 টাকায় সবেদা : 15 টাকা জোড়া

ছোট আপেল : 60-70 টাকা কেজি ছোট আপেল : 80 টাকা কেজি

বড় আপেল : 90-100 টাকা কেজি একই রয়েছে

ন্যাসপাতি : 140-150 টাকা কেজি ন্যাসপাতি : 200 টাকা কেজি

কমলালেবু : ছোট 3টে 25-30 টাকা কমলালেবু : বড় 3টে 30 টাকা

বাতাবি লেবু : 1টা 20 টাকা বাতাবি লেবু : 1টা 25 টাকা

নারকেল : ছোট 25-30 টাকা, বড় 40-50 টাকা একই রয়েছে

নারকেল কুল 30 ও টোপা কুল 40 টাকা কেজি ৷ যা শুধু এই সরস্বতী পুজোর মরশুমে পাওয়া যায় ৷

সবজির দাম সামান্য বেড়েছে :

বেগুন : 50 টাকা কেজি

শিম জোড়া : 5 টাকা

ফুলকপি : 1টা 25 টাকা

বাঁধাকপি : 1টা 10 টাকা

সজনে ফুল : 30 টাকা কেজি

শিশ পালং : 30 টাকা কেজি

দোকানদারদের কথায়, "পুজো থাকলে বেশ খানিকটা দাম চড়ে বাজারের । তবে এবার চাহিদা একদম নেই । ফলে যে ফলের কেজিতে অন্য বার 20-25 টাকা বাড়ে এবার সেখানে 5-10 টাকা বেশি । ক্রেতাদের এবার দেখা যাচ্ছে সীমিতভাবে কেনাকাটা করতে । অর্থাৎ, বড় ক্লাব বা স্কুল ছাড়া প্রায় কেউ কেজি কেজি ফল কিনছেন না । অধিকাংশই মেরে কেটে 500 গ্রাম ৷ খুব কমজন কোনও ফল 1 কেজি কিনছেন ৷

আরও পড়ুন :প্রেসিডেন্সি সংশোধনাগারে সরস্বতী পুজোয় অংশগ্রহণের অনুমতি নেই, তবে বিশেষ খাবার পাবেন পার্থ

ABOUT THE AUTHOR

...view details