পশ্চিমবঙ্গ

west bengal

Kolkata Parking Fee: কলকাতায় পার্কিং ফি নিয়ে নবান্নের কোর্টে বল ঠেলল কর্পোরেশন

By

Published : May 22, 2023, 9:09 PM IST

আয় বাড়াতে পার্কিং ফি বাড়াতে চায় কলকাতা পৌরনিগম ৷ তবে কী হারে বাড়বে এই ফি, তা নিয়ে নবান্নের মুখাপেক্ষী কর্পোরেশন ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 22 মে:কলকাতায় দীর্ঘ 12 বছর ধরে বাড়েনি পার্কিং ফি । সম্প্রতি সেই ফি কয়েকগুণ বাড়িয়ে দেয় কলকাতা পৌরনিগম ৷ যদিও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্ধিত সেই পার্কিং ফি প্রত্যাহার করে নেয় কলকাতা পৌরসভা ৷ বিষয়টি নিয়ে বিতর্কও কম হয়নি ৷ আর সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার আরও সাবধানী কলকাতা কর্পোরেশন ।

পৌরনিগমের আয় বাড়াতে হলে নামমাত্র পার্কিং ফি কোনওভাবেই রাখলে চলবে না । ফি-বাড়াতে হবেই ৷ কলকাতা পৌরনিগম সূত্রে এমনটাই বলা হচ্ছে ৷ কিন্তু বিতর্ক এড়াতে এবার এই ফি বৃদ্ধির বিষয়টি নবান্নের উপরেই ছেড়ে দিতে চাইছে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন কলকাতা পৌরনিগম ৷ জানা গিয়েছে, কলকাতায় আগে কত পার্কিং ফি ছিল, বর্তমানে দেশের বড় শহরগুলিতে এই পার্কিং ফি-এর চিত্রটি কেমন এই সব তথ্য সম্বলিত ফাইল পাঠানো হচ্ছে নবান্নে ৷ একই সঙ্গে প্রাথমিক ভাবে শহরে পার্কিং ফি কত হওয়া উচিত সেই তালিকাও তৈরি করে পাঠানো হচ্ছে নবান্নে ৷

পৌরনিগম সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত মিললে তবেই তৈরি হবে ওই চূড়ান্ত পার্কিং ফি'র তালিকা ৷ উল্লেখ্য, পৌরনিগমের 2023-24 সালের বাজেটে নয়া পার্কিং ফি অনুমোদন করা হয়েছিল । চলতি অর্থবর্ষের শুরুতেই নতুন হার অনুসারে পার্কিং ফি নিতে শুরু করে কলকাতা কর্পোরেশন । কিন্তু সেই ফি কয়েকগুণ বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে নাগরিকদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ। পরে দল ও মুখ্যমন্ত্রীর চাপে ওই বর্ধিত ফি-প্রত্যাহার করে পুরনো হারেই কলকাতায় পার্কিং ফি নেওয়ার সিদ্ধান্ত নেন মেয়র ফিরহাদ হাকিম ৷

কিন্তু বাস্তব হল, ভাঁড়ে মা ভবানী কলকাতা কর্পোরেশনের আর্থিক হাল ফেরাতে আয় বাড়াতেই হবে । তাই এবার এক ধাক্কায় অনেকটা না-হলেও কিছুটা পার্কিং ফি বাড়াতে চাইছে কলকাতা পৌরনিগম ৷ কিন্তু ঠিক কতটা বাড়ানো হবে সেই ফি, সেই বিষয়েই নবান্নের পরামর্শ চায় কলকাতা কর্পোরেশন।

আরও পড়ুন: বজবজে বিস্ফোরণের পর বৈধ বাজি কারখানাগুলির উপর নজরদারির নির্দেশ নবান্নের

দীর্ঘ 12 বছর বাড়েনি কলকাতার পার্কিং ফি । তবে এজেন্সির একাংশ বেআইনিভাবে বর্ধিত ফি নিত । সেই সংক্রান্ত ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ জমা পড়েছে কলকাতা কর্পোরেশনে ৷ এই প্রসঙ্গে এক আধিকারিক জানান, বিষয়টি বিবেচনা করা হচ্ছে । কিছুটা হলেও ফি বাড়ানো দরকার। কত বাড়বে তার জন্য দেশের বিভিন্ন মেট্রোপলিন শহরগুলোয় পার্কিং ফি'র তালিকা দেওয়া হচ্ছে । দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুতে কীভাবে নির্ধারণ করা হচ্ছে এই ফি তা বিশ্লেষণ করে একটি প্রাথমিক তালিকাও করা হয়েছে । সবটাই নবান্নে পাঠানো হচ্ছে । ওই আধিকারিকের কথায়, "নবান্ন থেকে পার্কিং ফি বাড়ানোর জন্য যা নির্দেশ আসবে, ঠিক সেই নির্দেশ মাফিক আমরা কলকাতায় নতুন তালিকা কার্যকর করব ।" উল্লেখ্য, কলকাতায় এখন পুরনো নিয়ম মেনেই দু'চাকার গাড়ির জন্য প্রতি ঘণ্টায় 5 টাকা, চার চাকার গাড়ির জন্য প্রতি ঘণ্টায় 10 টাকা ও বাস-লরির ক্ষেত্রে 20 টাকা প্রতি ঘণ্টা হিসেবে পার্কিং ফি নেওয়া হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details