পশ্চিমবঙ্গ

west bengal

এবার প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 10:47 PM IST

Recruitment Case: 2023 সালে বেশ কয়েকজন প্রধান শিক্ষককে নিয়োগ করা হয় দক্ষিণ 24 পরগনা জেলায় ৷ নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা পর্ষদকে আপাতত ওই জেলায় নতুন নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Recruitment Case

কলকাতা, 30 নভেম্বর:দক্ষিণ 24 পরগনায় প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ। অন্তর্বতী এই স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আদালতের নির্দেশ ছাড়া আপাতত ওই জেলায় কোনও নতুন প্রধান শিক্ষক নিয়োগ নয়। 2023-এর নিয়োগে স্থগিতাদেশের আবেদন জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয়। নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। কাউন্সেলিং প্রক্রিয়া মানা হয়নি বলেই অভিযোগ মামলাকারী আইনজীবীর।

রাজ্যের বক্তব্য জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি রুলে প্রধান শিক্ষক নিযুক্ত হন শুধুমাত্র বয়স এবং অভিজ্ঞতায়। মামলাকারীর যুক্তি বাঁকুড়া ও উত্তর 24 পরগনায় কাউন্সেলিং করেই নিয়োগ হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা পর্ষদকে আপাতত ওই জেলায় নতুন নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আগামী 20 ডিসেম্বর পরবর্তী শুনানি। পিনাকি রঞ্জন দাস নামে এক শিক্ষক মামলা করে জানান, কোনওরকম কাউন্সেলিং করা হয়নি, সিনিয়রিটির নিয়ম মানা হয়নি। অন্যান্য জেলায় সেই নিয়ম মেনে নিয়োগ করা হলেও এখানে তা মানা হয়নি।

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিসের মাধ্যমে ও প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সমস্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই সমস্ত মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের নবগঠিত ডিভিশন বেঞ্চে স্থানান্তর করা হয়েছে। একইসঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের নিয়োগ সংক্রান্ত মামলা ও এখন তাঁর এজলাস থেকে সরানো হয়েছে। কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা এখনও তাঁর হাতেই রয়েছে।

আগামী 20 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি আছে। শুনানির গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকছে সবার। উল্লেখ্য, বর্তমানে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় একের পর এক অভিযোগ উঠেছে। বর্তমানে সেই মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:

  1. 2016 সালের প্রাথমিক নিয়োগের তালিকা প্যানেল কি না, জানাতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ
  2. 8 ডিসেম্বরের মধ্যে ঝালদা পৌরসভায় আস্থা ভোটের নির্দেশ কলকাতা হাইকোর্টের
  3. পা ফুলে থাকায় ভাঙতে পারলেন না সিঁড়ি, লকআপে বসে ভার্চুয়ালি শুনানিতে ফিজিওথেরাপির আর্জি পার্থর

ABOUT THE AUTHOR

...view details