পশ্চিমবঙ্গ

west bengal

West Bengal Weather Update : আজও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, বঙ্গে আগেই বর্ষা প্রবেশের সম্ভাবনা

By

Published : May 14, 2022, 7:23 AM IST

Updated : May 14, 2022, 7:36 AM IST

West Bengal Weather Update

আন্দামানে বর্ষা প্রবেশ করায় বঙ্গে প্রবেশের সম্ভাবনা(West Bengal Weather Update) ৷ বাড়ছে গরম ৷

কলকাতা, 14 মে : এবছর বাংলায় বর্ষার প্রবেশ কী আগেই ঘটবে ? আন্দামানে নির্ধারিত দিনের সাতদিন আগে বর্ষার প্রবেশ ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে (West Bengal Weather Update) । কেরলে বর্ষার প্রবেশের পরে বাংলায় বর্ষা আসে । এখন দেখার বাংলার বর্ষা কোনদিকে যায় ৷ এদিকে গত কয়েকদিন মেঘ বৃষ্টি রোদের খেলায় দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ কমলেও গরম ফের মাথাচাড়া দিতে শুরু করেছে । এর পাশাপাশি আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আলিপুর আবহাওয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, "দক্ষিণবঙ্গের বাতাসের গতিবেগ যা রয়েছে তার পুরোটাই দক্ষিণ পশ্চিম দিকে । ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকলেও যে বৃষ্টিটা হবে তার পুরোটাই উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা । উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বিশেষ করে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,কোচবিহার ও আলিপুরদুয়ারে দু'এক জায়গায় ভারী,আবার কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ।"

আলিপুর আবহাওয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : সান ট্যানকে বলুন বাই বাই, দেখুন কিছু ঘরোয়া উপায়

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে । মুর্শিদাবাদ বীরভূম, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে শুক্রবার বিকেল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে । শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হবে । 16 তারিখের পর অর্থাৎ সোমবারের পর থেকে ঝড় বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া এই সমস্ত জেলাগুলিতে । সপ্তাহের প্রথম দু'দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বাড়বে ৷ তারপর থেকে তাপমাত্রা তেমন আর বাড়বে না । উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই প্রথম দুই দিনে একটু তাপমাত্রা বাড়বে পরে আর কোনও বাড়ার সম্ভাবনা নেই ।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শুক্রবার সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কমে 34.2 ডিগ্রি সেলসিয়াসে ছিল । শনিবার তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । ঘূর্ণিঝড় অশনি বিদায়ের সঙ্গে গরম আবারও বাড়তে শুরু করেছে ৷

Last Updated :May 14, 2022, 7:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details