পশ্চিমবঙ্গ

west bengal

West Bengal Weather Update: বিকেল থেকে কমবে বৃষ্টি, পুজোয় আগে বর্ষার বিদায় নিয়ে সংশয়

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 8:16 AM IST

শুক্রবার বিকেল পর্যন্ত রাজ্যর বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। তারপর ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ। এদিকে, পুজোর সময় কী হবে তা জানাতে আরও সপ্তাহখানেক সময় নেবে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal Weather
বঙ্গের আবহাওয়া

কলকাতা, 6 অক্টোবর:নিম্নচাপের জেরে যে বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে বর্ষা বিদায়ের কোনও সম্পর্ক নেই ৷ আবার দেশের পশ্চিম থেকে বর্ষা বিদায় শুরু হলেও তার সঙ্গে পূর্ব প্রান্তের বর্ষা বিদায়ের সম্পর্ক নেই। সাধারণত 10 অক্টোবরের আগে বর্ষা বঙ্গ থেকে বিদায় নেয় না ৷ এদিকে, উমার আগমনের আর মাত্র 15 দিন বাকি ৷ বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন তবে কি পুজোয় এই বছর বৃষ্টি হবে ৷ তার জন্য অবশ্য দু’দিন অপেক্ষা করতে হবে ৷ 12 অক্টোবর পুজোর আবহাওয়ার পূর্বাভাস মিলবে ৷ তবে শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে ৷ এমনটাই জানানো হয়েছে আবাহওয়া দফতরের পক্ষ থেকে ৷

নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমভাগ এবং ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলের উপর অবস্থান করেছে। এর সঙ্গে সমুদ্রপৃষ্টের 7.6 কিলোমিটার অঞ্চল জুড়ে ঘূর্ণাবর্ত রয়েছে ৷ যদিও তার অভিমুখ দক্ষিণ দিকে। এদিকে নিম্নচাপটি উত্তর পূর্বদিকে সরছে ক্রমশ। ফলে শুক্রবার বিকেল পর্যন্ত রাজ্যের সব জেলায় বৃষ্টি চলবে ৷ এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। আর দিন তিনেকের মধ্যে উত্তরপ্রদেশ-সহ আরও কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নেবে। তারপর যদি কোনও বাধা তৈরি না হয়, তবে পুজোর আগেই বর্ষা বিদায়ের সুখবর শোনা যাবে বলে মনে করছে হাওয়া অফিস ।

এই বছর এলনিনোর বছর ৷ সামগ্রিকভাবে মরশুমের নিরিখে বৃষ্টির পরিমাণ বিচার করলে ঘাটতি কম দেখাবে। তবে যদি জুন-জুলাই, আগস্ট-সেপ্টেম্বরে বৃষ্টির ঘাটতি হিসেবে পরিস্থতি অন্যরকম হবে বলে মনে করছে হাওয়া অফিস । এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি 23শতাংশ ৷ ঘাটতি যদি 19 শতাংশ হত তাহলে তা স্বাভাবিক বর্ষা বলে ধরত হাওয়া অফিস ৷

দেশের 73 শতাংশ ভৌগলিক অঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 7 শতাংশ জায়গায় বাড়তি বৃষ্টি হয়েছে। বাকি 20 শতাংশ জায়গায় রয়েছে বৃষ্টির ঘাটতি। ঘাটতি মূলত দেশের পূর্বাঞ্চলে। এছাড়া স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই এই বৃষ্টির পরিমাণকে যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছে আবহাওয়া দফতর ।

আরও পড়ুন: রোম্যান্টিক মেজাজে মিথুন, বিনিয়োগ লাভজনক কাদের জেনে নিন রাশিফলে

বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.8 আট ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি ৷ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98 শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 2.9 মিলিমিটার। আজ শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকবে। খানিকটা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details