পশ্চিমবঙ্গ

west bengal

কেমন আছেন কালীঘাটের কাকু? এসএসকেএমে বসল মেডিক্যাল বোর্ডের বৈঠক

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 10:17 PM IST

Sujay Krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার একটি মেডিক্যাল বোর্ড গঠন হয় মঙ্গলবার ৷ যদিও তাতে কী সিদ্ধান্ত হয়েছে এনিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলেনি এসএসকেএম কর্তৃপক্ষ ৷

sskm hospital
Sujay Krishna Bhadra

কলকাতা, 12 ডিসেম্বর: কেমন আছেন কালীঘাটের কাকু? তা নিয়ে মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে বৈঠকে বসল তিন সদস্যের মেডিক্যাল বোর্ড। যে বৈঠকে সুজয় কৃষ্ণ ভদ্র রিপোর্ট নিয়ে ও আলোচনা হয় ৷ এমনকী কতদিন আর তাঁকে কার্ডিয়োলজির আইসিইউ'তে রাখা হতে পারে সেই নিয়েও আলোচনা করেন চিকিৎসকরা, এমনটাই সূত্রের খবর। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়ে তাঁর কিছু জানা নেই।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তবে গ্রেফতার হওয়ার বেশ কিছুদিন পরই প্রবল বুকে ব্যথা নিয়ে কার্ডিয়োলজি বিভাগে ভরতি করা হয় তাঁকে। সেখানেই দীর্ঘদিন ভরতি রয়েছেন তিনি। অন্যদিকে তাঁর গলার স্বর পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। তবে তাঁর শারীরিক অসুস্থতার জন্য কোনওভাবেই পরীক্ষা করা যাচ্ছে না। হাসপাতালের তরফ থেকে সবুজ সংকেত মিললেই কালীঘাটের কাকুকে জোকা ইএসআই'তে নিয়ে গিয়ে গলার স্বর পরীক্ষা করা হবে। জোকার তরফ থেকে ইতিমধ্যে তৈরি করা হয় একটি মেডিক্যাল বোর্ডও।

অন্যদিকে, কিছুদিন আগে তাকে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেদিনের আগে দিন রাতে আচমকাই প্রবল শ্বাসকষ্ট ওঠে। ক্রিটিক্যাল কেয়ার বিভাগে স্থানান্তরিত করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। তার জন্য নিয়ে আসা হয়েছিল একটি অ্যাম্বুলেন্সও। তবে আইসিইউতে ভরতি থাকায় সেদিন জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয়নি সুজয় কৃষ্ণ ভদ্রকে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ইডি আধিকারিকরাও। যদিও বর্তমানে আইসিইউতে তাঁকে রাখা আর সম্ভব হচ্ছে না বলেই মনে করছেন হাসপাতালে চিকিৎসকরা। তবে কবে আইসিইউ থেকে বার হয়ে সাধারণ বিভাগে তাকে স্থানান্তরিত করা হবে এবং জোকা ইএসআইতে বা তার গলার স্বর পরীক্ষা করা হবে, তা আজও ধোঁয়াশা ৷

আরও পড়ুন:

  1. কালীঘাটের কাকুর সম্পত্তির খোঁজে নতুন করে তল্লশি ইডি'র
  2. সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসা নিয়ে ইডির বক্তব্য জানতে চায় হাইকোর্ট
  3. কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট দিল্লির এইমসে পাঠাচ্ছে ইডি

ABOUT THE AUTHOR

...view details