পশ্চিমবঙ্গ

west bengal

কাটল সংশয়, বাজেট পেশের অনুমোদন রাজ্যপালের

By

Published : Feb 8, 2020, 2:14 AM IST

জল্পনার অবসান ৷ সৌজন্য ও পালটা সৌজন্যের অনন্য নজির সৃষ্টি করে বাজেট বক্তৃতা দেওয়ার পর এবার বাজেট পেশের অনুমোদন দিলেন রাজ্য়পাল ৷

Jagdeep
রাজ্য়পাল

কলকাতা, 8 ফেব্রুয়ারি : কাটল সংশয় ৷ বাজেট পেশের অনুমোদন দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ‍্যের মুখ‍্যসচিব ও অর্থ সচিবের কাছ থেকে বাজেট সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে বাজেট পেশের অনুমোদন দেন রাজ্যপাল ৷ এই অনুমোদনের ফলে 10 ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না ৷

গতকাল বাজেট অধিবেশন চলাকালীন রাজ‍্যের তিনজন প্রিন্সিপাল অ্যাকাউনটেন্টকে রাজভবনে তলব করেন রাজ‍্যপাল ৷ সেই মতো বিকেলেই রাজভবনে হাজির হন তাঁরা । তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ‍্যপাল । সূত্রের খবর, বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় বাজেট সংক্রান্ত আলোচনা করার জন‍্য ধনকড় রাজ‍্যের মুখ‍্যসচিব ও অর্থ সচিবকেও রাজভবনে ডেকে পাঠান । সেইমতো তাঁরাও রাজভবনে যান । বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে ৷ বৈঠক শেষে সংবাদমাধ‍্যমের উদ্দেশে বিবৃতি দেওয়া হয় রাজভবনের তরফে ৷ জানানো হয়, "মুখ‍্যসচিব, অর্থসচিবের কাছ থেকে বাজেটের যাবতীয় নথিপত্র দেখেছেন রাজ্যপাল । তা খতিয়ে দেখেই আগামী 10 ফেব্রুয়ারি বাজেটের জন‍্য অনুমোদন দিয়েছেন । তাঁর অনুমোদন দেওয়া বাজেটই পেশ করবেন রাজ্য়ের অর্থমন্ত্রী অমিত মিত্র ।"

বিধানসভায় মুখ্য়মন্ত্রী ও স্পিকারের সঙ্গে রাজ্য়পাল

প্রসঙ্গত, রাজ্যপালের বাজেট পেশ নিয়ে আশঙ্কা ছিল সরকার পক্ষের ৷ মন্ত্রিসভা অনুমোদিত বাজেট ভাষণই পাঠ করবেন তো রাজ্যপাল ? এই প্রশ্নের আবহে শুরু হয় বাজেট অধিবেশন ৷ কিন্তু সব আশঙ্কা দূরে ঠেলে সৌজন্য ও পালটা সৌজন্যের অনন্য নজির সৃষ্টি করে বাজেট বক্তৃতা দেন রাজ্যপাল । রাজ্য সরকারের লিখিত ভাষণ হুবহু পাঠ করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details