পশ্চিমবঙ্গ

west bengal

Governor and Babul on Oath Taking : অনুমতি দিলেও শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিলেন ধনকড়, পাল্টা বাবুলের

By

Published : Apr 30, 2022, 6:49 PM IST

Updated : Apr 30, 2022, 7:38 PM IST

শনিবার বাবুলের শপথ গ্রহণে অনুমতি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar gives permission of oath taking of Babul Supriyo) ৷ নিজেই এক টুইট বার্তায় একথা জানিয়েছেন তিনি ৷ কিন্তু স্পিকার নন, বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । এতেই ক্ষুব্ধ বাবুল ।

babul supriyo oath taking
বাবুলের শপথে অনুমতি ধনকড়ের

কলকাতা, 30 এপ্রিল : বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নন, বাবুল সুপ্রিয়কে বিধায়ক হিসেবে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার বাবুলের শপথ গ্রহণে অনুমতি দিয়ে টুইট বার্তায় একথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar gives permission of oath taking of Babul Supriyo) ৷ টুইটে তিনি লিখেছেন, বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ৷ তবে রাজ্যপালের এই সিদ্ধান্তে তিনি অপমানিত ও দুঃখিত বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷

টুইটে রাজ্যপাল লিখেছেন, "সংবিধানের 188 নং ধারায় আমায় প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে আমি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করছি বালিগঞ্জ বিধানসভা থেকে জয়ী বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর জন্য ৷ " উল্লেখ্য, এর আগে চলতি সপ্তাহে বাবুলের শপথের অনুমতি চেয়ে রাজ্যপালকে নথি পাঠায় পরিষদীয় দফতর ৷ কিন্তু সেই নথিতে সই না করে তা ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল ৷ আগে বিধানসভা সংক্রান্ত তাঁর করা প্রশ্নের জবাব চান তিনি ৷ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন ৷ জগদীপ ধনকড়কে সাংবিধানিক দায়িত্ব পালনের পরামর্শও দিয়েছিলেন স্পিকার ৷ এরপর ফের রাজ্যপালের কাছে বাবুলের শপথ সংক্রান্ত নথি পাঠানো হয় ৷ এদিন তাতেই সম্মতি দিলেন রাজ্যপাল ৷ কিন্তু তাতেও রয়ে গেল স্পিকারের সঙ্গে সংঘাতের বার্তা ৷ স্পিকারকে এড়িয়ে তিনি দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকারকে ৷ এর আগে আম্বেদকর জয়ন্তীর দিন বিধানসভায় স্পিকারকে পাশে দাঁড় করিয়ে রাজ্যের সমালোচনা করেন জগদীপ ধনকড় ৷ যার পাল্টা দেন স্পিকার ৷

আরও পড়ুন : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?

এদিন রাজ্যপাল টুইট করার পর পাল্টা একটি টুইট করেন বাবুল সুপ্রিয়ও ৷ সেখানে রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েও বাবুল লেখেন, "স্পিকারের কাছ থেকে শপথবাক্য পাঠ করার সুযোগ থেকে আমি বঞ্চিত হলাম, এর জন্য আমি অপমানিত ও দুঃখিত ৷"

Last Updated : Apr 30, 2022, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details