পশ্চিমবঙ্গ

west bengal

WB TET 2022: রবিবার টেট, পরীক্ষায় বিঘ্ন ঘটানো হতে পারে; আশঙ্কা পর্ষদ সভাপতির

By

Published : Dec 10, 2022, 6:56 PM IST

Updated : Dec 10, 2022, 8:23 PM IST

রাত পোহালেই রাজ্যে টেট। 2017 সালের পর আগামিকাল হতে চলেছে প্রাথমিক টেট । ডিএলএডের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর থেকে টেটকে ঘিরে আরও কঠোর নিরাপত্তার কথা বলা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। বারণ করা হয়েছে একাধিক বিষয়। শনিবার পরীক্ষা নিয়ে একাধিক বিষয়ে নজরদারির কথা জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (President of West Bengal Board of Primary Education) ৷

WB TET 2022
নজরদারি নিয়ে সাংবাদিক বৈঠক প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের

নজরদারি নিয়ে সাংবাদিক বৈঠক পর্ষদ সভাপতি গৌতম পালের

কলকাতা, 10 ডিসেম্বর: পাঁচ বছর রাজ্যে ফের অনুষ্ঠিত হতে চলছে প্রাথমিকের টেট (WB TET 2022) ৷ আগামিকাল অর্থাৎ 11 ডিসেম্বর সেই পরীক্ষার দিন ধার্য হয়েছে ৷ প্রোটোকল মেনে পরীক্ষা নেওয়া হবে 6 লাখ 90 হাজার 932 জন পরীক্ষার্থীর। 1 হাজার 460টি কেন্দ্রে হবে পরীক্ষাগ্রহণ ৷ নজরদারি নিয়ে জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসকের (ADM)-দের কাছে নির্দেশ গিয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলন করে পরীক্ষা নিয়ে একাধিক বিষয়ে নজরদারির কথা জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Pal Press Conference) ৷

নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বারংবার নজরদারি চলছে বলে এদিন জানালেন তিনি ৷ এবারের পরীক্ষায় কোয়েশ্চেন বুকলেট এবং ওএমআর শীট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন ৷ যে ওএমআর শীটে তাঁরা উত্তরের মার্কিং করবেন অর্থাৎ মেন ওএমআর শীট জমা নেওয়া হবে কিন্তু তার সঙ্গে ডুপ্লিকেট ওএমআর শিট থাকবে সেটা তাঁরা বাড়ি নিয়ে যেতে পারবেন ৷

আরও পড়ুন:রাত পোহালেই টেট, বিতর্ক এড়াতে নিরাপত্তায় জোর পর্ষদের

এদিন সাংবাদিক বৈঠকে গৌতম পাল আরও বলেন, "আমাদের কাছে খবর রয়েছে বাইরে থেকে কেউ কেউ এই পরীক্ষা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে এবং সেই বিষয়ে সংশ্লিষ্ট দফতর ও প্রশাসনের কাছেও খবর রয়েছে ৷ কেউ যদি পরীক্ষা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷" একটি হেল্পলাইন নম্বরও এদিন দেওয়া হয়েছে পর্ষদের তরফে, যেটি হল- 6292278438 ৷ "

  • পর্ষদের তরফে নজরদারি নিয়ে যে নোটিশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে...

1. পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা ৷

2. প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবেন একজন সরকারি আধিকারিক ৷

3. সেই সরকারি আধিকারিকের কাছে মোবাইল জমা রাখতে হবে শিক্ষক তথা 'গার্ড'কে ৷

4. বিশেষ প্রয়োজনে লগ বুকে সই করে মোবাইল ব্যবহার করা যাবে ৷

5. সরকারি আধিকারিকের সামনেই কথা বলার পর ফের জমা দিতে হবে মোবাইল ৷

6. স্থানীয় থানা থেকে প্রশ্নপত্র পাঠানো হবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ৷

এছাড়াও রাজ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। লালবাজারে মতোই টেটের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে পর্ষদের অফিসে। কন্ট্রোলরুমে বসেই সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে।

Last Updated : Dec 10, 2022, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details