পশ্চিমবঙ্গ

west bengal

Agnipath Scheme: অগ্নিপথের সমর্থনে রাস্তায় নামছে বিজেপি ! 'গাধা দলের গাধা আন্দোলন' বলে কটাক্ষ ফিরহাদের

By

Published : Jun 18, 2022, 7:52 PM IST

'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় শুরু হওয়া আন্দোলনের প্রতিবাদে পাল্টা রাস্তায় নামার কথা ভাবছে বিজেপি ৷ তাদের এই উদ্যোগকে 'গাধা দলের গাধা আন্দোলন' বলে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

Firhad Hakim criticize bjp amid ongoing protests against Agnipath Scheme
Agnipath Scheme: অগ্নিপথের সমর্থনে রাস্তায় নামছে বিজেপি ! 'গাধা দলের গাধা আন্দোলন' বলে কটাক্ষ ফিরহাদের

কলকাতা, 18 জুন: 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme) ঘোষণার পর থেকেই দেশজুড়ে ছড়িয়েছে অশান্তি ৷ বিক্ষোভের আগুনে জ্বলছে ট্রেন, বাস ৷ বহু সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে ৷ যুব সমাজের ক্ষোভ আছড়ে পড়ছে রাজপথে ৷ এমনই একটি সময় অগ্নিপথের সমর্থনে রাস্তায় নামতে চলেছে রাজ্য বিজেপি ৷ স্থির হয়েছে, আগামী 25 জুন থেকে এই পালটা আন্দোলন শুরু করা হবে ৷ গেরুয়া শিবিরের এই উদ্যোগকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ বিজেপি-এর প্রস্তাবিত এই আন্দোলনকে 'গাধা দলের গাধা আন্দোলন' বলে কটাক্ষ করেছেন তিনি ৷

প্রসঙ্গত, এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় যেভাবে ভাঙচুর চালানো হচ্ছে, সরকারি সম্পত্তির ক্ষতি করা হচ্ছে, তার ক্ষতিপূরণ রাজ্যের সরকারকেই করতে হবে ৷ এই নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, "বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং তাদের ভুল নীতিই দায়ী ৷ তাহলে রাজ্য সরকার কেন এসবের দায় নেবে ? তাছাড়া, সবথেকে বেশি প্রতিবাদ হচ্ছে বিহার, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য়ে ৷ এখানে প্রতিবাদ হলেও হিংসার ঘটনা ঘটেনি ৷ তাহলে রাজ্য সরকার কেন ক্ষতিপূরণ দেবে !"

ফিরহাদ হাকিমের নিশানায় বিজেপি ৷

আরও পড়ুন:Agnipath Scheme: জনতার রায় নিয়েই প্রকল্প শুরু করতে পারত কেন্দ্র, অগ্নিপথ নিয়ে মিশ্র মত সেনার প্রাক্তনীদের

অগ্নিপথ প্রকল্প নিয়ে বর্তমানে সারা দেশে যে অশান্তি চলছে, তার সম্পূর্ণ দায় কেন্দ্রের বিজেপি সরকারের উপরেই চাপিয়েছেন ফিরহাদ ৷ তাঁর বক্তব্য, সেনার চাকরি যাঁরা করেন, তাঁরা শুধুমাত্র রোজগারের জন্য এই কাজ করেন না ৷ এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ ৷ কিন্তু, চুক্তির মাধ্যমে সেনা নিয়োগের কথা বলে সেই আবেগের সঙ্গে, সেনাদের জীবনের সঙ্গে খেলা করেছে কেন্দ্র ৷ এটা কখনই মেনে নেওয়া যায় না ৷

ABOUT THE AUTHOR

...view details