পশ্চিমবঙ্গ

west bengal

Fire Incident at Hospital: ভরদুপুরে আগুন শিয়ালদার হাসপাতালে, দ্রুত নিয়ন্ত্রণে পরিস্থিতি

By

Published : Mar 28, 2023, 4:53 PM IST

ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়িয়েছে শিয়ালদার বি আর সিং হাসপাতালে (Fire at BR Singh Hospital)। আতঙ্কিত হয়ে পড়েছিলেন রোগী এবং তাদের পরিজনেরা। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে ৷ এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ স্পষ্টভাবে বলতে পারেননি দমকল আধিকারিকরা।

Etv Bharat
হাসপাতালে অগ্নিকাণ্ডের আতঙ্ক

কলকাতা, 28 মার্চ: ফের শহরে অগ্নিকাণ্ড ৷ মঙ্গলবার দুপুরে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল শিয়ালদার বিআর সিং হাসপাতালে (Fire breaks out at BR Singh Hospital)। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং তাদের পরিজনেরা। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে ৷ এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ স্পষ্টভাবে জানাতে পারেননি দমকল আধিকারিকরা। আগুন ছড়িয়ে না-পড়ায় ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বলে জানা গিয়েছে ৷

দমকল সূত্রের খবর , এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ শিয়ালদার বিআর সিং হাসপাতালের সেকেন্ড ফ্লোরে একটি ইলেকট্রিক্যাল তারে হালকা আগুনের ফুলকি দেখা যায়। নিমেষে সেই খবর চাউর হয়ে যায় হাসপাতালে। স্বভাবতই হুড়োহুড়ি বেধে যায় হাসপাতাল চত্বরে। রোগী এবং তার পরিজনদের মধ্যে স্বাভাবিক কারণে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দমকল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থল পৌঁছলেও কাজ করে একটিমাত্র ফায়ার টেন্ডার। পুলিশ গিয়ে হাসপাতাল কর্মীদের সেখান থেকে সরিয়ে দেন এবং যে সকল রোগী এবং তার আত্মীয়রা ঘটনাস্থলে ছিলেন তাদের নির্বিঘ্নে সেখান থেকে উদ্ধার করেন। যদিও আগুন সেভাবে ছড়ায়নি বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা ৷ জানা গিয়েছে, দমকল বাহিনী পৌঁছনোর আগেই হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে থাকা অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রয়োগ করে আগুন সামান্য নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। তবে কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:ধানবাদের হাসপাতালে আগুন পুড়ে মৃতদের মধ্যে গোঘাটের 3

গত ফেব্রুয়ারিতেও বাইপাসের ধারে একটি বেসরকারি সুপারস্পেশালিটি হাসপাতালে ভর সন্ধেয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল সেখানে ভর্তি থাকা রোগী এবং তাঁদের আত্মীয়দের মধ্যে। যদিও সেই আগুনটি লেগেছিল হাসপাতালের খানিকটা বাইরে অন্য একটি বিভাগে। পরবর্তীকালে দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণে আনায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছিল।

ABOUT THE AUTHOR

...view details