পশ্চিমবঙ্গ

west bengal

গোরুপাচার মামলায় ফের তল্লাশি ইডির

By

Published : Feb 12, 2021, 5:25 PM IST

গোরু পাচার সংক্রান্ত মামলার তদন্তে ফের কলকাতার একাধিক এলাকায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

কলকাতা, 12 ফেব্রুয়ারি : বিনয় মিশ্রের সঙ্গে যোগ রয়েছে কলকাতার এমন দু'জায়গায় বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ দল । সূত্রের খবর, গোরু পাচারকারী সংক্রান্ত মামলার তদন্তে ইডি বিশেষ প্রতিনিধি দল রাসবিহারীর একটি বাড়িতে তল্লাশি চালায় । তল্লাশিতে বেশকিছু নথি সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

আজ সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে কলকাতার রাসবিহারীর বাড়িতে তল্লাশি চালাতে যান আধিকারিকরা । পরে সেখান থেকে চেতলা এলাকার অন্য একটি বাড়িতেও হানা দেন তাঁরা । সেখান থেকেও বেশ কিছু কাগজ বাজেয়াপ্ত করা হয়েছে ।

আরও পড়ুন : কয়লা পাচারকাণ্ডে এবার কোন্নগরের দুই ব্যবসায়ীর বাড়িতে ইডি

সূত্রের খবর, এরপর শেক্সপিয়ার সরণি থানা এলাকায় একটি বিনয় মিশ্রর একটি অফিসে সমান্তরালভাবে হানা দেওয়া হয় । বিনয় মিশ্রের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিবিআই । মূলত গোরু পাচার এবং সেই পাচারের টাকা কোথায় কোন কোন খাতে জমা হতো এবং কোন কোন প্রভাবশালী এই ঘটনায় জড়িত রয়েছে তা জানার জন্যই বিনয় মিশ্রকে নাগালে পাওয়া টা খুব প্রয়োজন হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জন্য ।

ABOUT THE AUTHOR

...view details