পশ্চিমবঙ্গ

west bengal

উপনির্বাচনের ভোট গণনায় নতুন প্রযুক্তি ব্যবহার করবে নির্বাচন কমিশন

By

Published : Nov 28, 2019, 1:33 AM IST

বাংলার তিন বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনায় নতুন প্রযুক্তি ব্যবহার করতে চলেছে কমিশন । আজ সকাল থেকেই এই প্রযুক্তির ব্যবহার করা হবে । এই প্রযুক্তিতে ভোট গণনায় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছে নির্বাচন কমিশন ।

vote counting
ভোট গণনা

কলকাতা, 28 নভেম্বর : লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিল নির্বাচন কমিশন । আর তারপরেই তৈরি হয়েছে নতুন এক প্রযুক্তি । বাংলার তিন বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনায় সেই প্রযুক্তি ব্যবহার করতে চলেছে কমিশন । আজ সকাল থেকেই এই প্রযুক্তির ব্যবহার করা হবে । এই প্রযুক্তিতে ভোট গণনায় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছে নির্বাচন কমিশন ।

গত লোকসভা নির্বাচনে গণনার দিন সকালের দিকে তৈরি হয় সমস্যা । তার জেরে সারা ভারতবর্ষে নির্বাচনের ফল নিয়ে তৈরি হয় ধোঁয়াশা । বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন রাউন্ডের আপডেট পেতে সমস্যা হয় দেশবাসীর । মূলত, লোকসভা নির্বাচনের ফল 'সুবিধা' নামক একটি অ্যাপে আপলোড করতে গিয়েছিল কমিশন । কিন্তু তা ব্যর্থ হয় । ফলে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন দেশের বিভিন্ন মহল থেকে হয় সমালোচনা । তারপর থেকেই এই বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিল্লির নির্বাচন সদন । সেই সূত্রেই নির্বাচন কমিশনের এক্সপার্টরা তৈরি করে ফেলেছে নতুন ম্যাক সফটওয়্যার । আজ রাজ্যের বিধানসভা উপনির্বাচনে ভোট গণনায় প্রথমবার ব্যবহার হবে ওই সফটওয়্যার । যার নাম 'এনকোর ' ।

কমিশন সূত্রে জানা গেছে, এই সফটওয়্যার যদি সাফল্য পায় তবে আগামী দিনে তার ব্যাপক ব্যবহার হবে । 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও ব্যবহার করা হবে এই সফটওয়্যার ।

Intro:কলকাতা, 28 নভেম্বর: লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিল নির্বাচন কমিশন। আর তারপরেই তৈরি হয়েছে নতুন এক টেকনোলজি। বাংলার 3 উপ নির্বাচনে সেই টেকনোলজি ব্যবহার করতে চলেছে কমিশন। আগামীকাল সকাল থেকে কাজ শুরু করবে সেই টেকনোলজি। যাতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছে নির্বাচন কমিশন। Body:গত লোকসভা নির্বাচনে গণনার দিন সকালের দিকে তৈরি হয় সমস্যা। সেই সমস্যার জেরে গোটা ভারতবর্ষে জুড়েই নির্বাচনের ফল নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন রাউন্ডের আপডেট পেতে সমস্যা হয় দেশবাসীর। মূলত সুবিধা অ্যাপে সেই ফল আপলোড করতে গিয়েছিল কমিশন। কিন্তু তা ব্যর্থ হয়। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন দেশের বিভিন্ন মহল থেকে হয় সমালোচনা। আর তার ফলেই এই বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিল্লির নির্বাচন সদন। সেই সূত্রেই নির্বাচন কমিশনের এক্সপার্টরা তৈরি করে ফেলেছে নতুন ম্যাক সফটওয়্যার। আগামীকাল রাজ্যের বিধানসভা উপনির্বাচনে প্রথমবার ব্যবহার হবে ওই সফটওয়্যার। যার নাম Encore সফটওয়্যার। Conclusion:কমিশন সূত্রে জানা গেছে, এই সফ্টওয়্যার যদি সাফল্য পায় তবে আগামী দিনে তার ব্যাপক ব্যবহার হবে। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যবহার করা হবে এই সফটওয়্যার।

ABOUT THE AUTHOR

...view details