পশ্চিমবঙ্গ

west bengal

নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে কলকাতায় 10 জায়গায় ইডি'র হানা

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 10:13 AM IST

Updated : Dec 28, 2023, 12:36 PM IST

ED Raids in Kolkata Over recruitment scam: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার মোট 10টি জায়গায় একযোগে হানা দিল ইডি ৷ রাজেশ জোশি নামে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস ও ফ্ল্যাটে এই তল্লাশি অভিযান চলছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে রয়েছেন আধা সামরিক বাহিনীর জওয়ানরাও ৷

ED raids in Kolkata
ইডির হানা

কলকাতা, 28 ডিসেম্বর:নিয়োগ দুর্নীতি মামলায় বছর শেষে ফের একবার সক্রিয় ভূমিকায় দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে । বৃহস্পতিবার ভোরে একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিন ভোর পাঁচটা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে দুটি গাড়ি নিয়ে ইডির আধিকারিকরা বেরিয়ে পড়েন তল্লাশি অভিযানে। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

একসঙ্গে মানিকতলা, কাঁকুড়গাছি, নারকেলডাঙা, বড়বাজার এবং ক্যানিং স্ট্রিট-সহ দশটি জায়গায় হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় রাজেশ জোশি নামে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভূমিকা দীর্ঘদিন ধরেই খতিয়ে দেখা হচ্ছে। সেই সংক্রান্ত বিষয়ে ইডির আধিকারিকরা এদিন একযোগে তল্লাশি অভিযানে নেমেছেন ।

সূত্রের খবর, এদিন ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্যানিং স্ট্রিটের একটি অফিসে প্রথমে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30টা । ফলে স্বাভাবিকভাবেই সেই সময় অফিস বন্ধ ছিল ৷ অফিস বন্ধ থাকায় তাই নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন ইডির আধিকারিকরা । সকাল থেকে এখনও সেই অফিসে তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে । পাশাপাশি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টে রাজেশ জোশির হিসেবপত্রের নথিপত্রগুলিও ভালোভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

তবে সাত সকালে অফিসে হাজির হওয়ায় বেশ কিছুক্ষণ নীচেই অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের । তাঁদের সঙ্গে এদিন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । ক্যানিং স্ট্রিটের পাশাপাশি মানিকতলা এবং কাঁকুড়গাছি রোডে অবস্থিত ফ্ল্যাটেও তল্লাশি অভিযান শুরু করেছে ইডি । জানা গিয়েছে, সংশ্লিষ্ট ফ্ল্যাটগুলির মালিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ জোশি । ফলে সেই ফ্ল্যাটে ভিতর গিয়ে ইডির আধিকারিকেরা সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন । সেখানেও এখন তল্লাশি অভিযান অব্যাহত ।

আরও পড়ুন:

  1. শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব ইডির
  2. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি
  3. পৌর নিয়োগ দুর্নীতিতে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
Last Updated : Dec 28, 2023, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details