পশ্চিমবঙ্গ

west bengal

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ , রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস

By

Published : Aug 7, 2019, 10:02 PM IST

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে ৷

আলিপুর

কলকাতা, 7 অগাস্ট : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বালাসোরের কাছে এই গভীর নিম্নচাপ অবস্থান করছে । এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 24 ঘণ্টায় । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এদিকে উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ও হুগলি জেলার বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । কলকাতাতে আজ সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে । আগামী 24 ঘণ্টায় কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে ৷

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে । আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । আগামী 24 ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 । আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলিসিয়াসের কাছাকাছি থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details