পশ্চিমবঙ্গ

west bengal

মহুয়ার পাশে দাঁড়ালেন সিপিএমের বিকাশ, সিবিআই তদন্তে ষড়যন্ত্র দেখছেন আইনজীবী

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 10:24 PM IST

Bikash Bhattacharya stands by Mahua Maitra: 'ক্যাশ ফর কোয়ারি' নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ আর এই ইস্যুতে মহুয়ার পাশে দাঁড়িয়েছেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৷ একই সঙ্গে সিবিআই তদন্তে অগণতান্ত্রিক ষড়যন্ত্রও দেখছেন আইনজীবী ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 25 নভেম্বর: 'ক্যাশ ফর কোয়ারি' নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ যা নিয়ে ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। এরকম পরিস্থিতিতে সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহুয়া মৈত্রের পাশেই দাঁড়ালেন। তবে তিনি সিবিআই তদন্তের পরিধি বাড়ানোর দাবিও করেছেন। বিকাশের যুক্তি, তৃণমূলের মত দুর্নীতিগ্রস্ত দলের অপরাধ খুঁজে দেখতে অবশ্যই সিবিআই তদন্তের পরিধি বাড়ুক। কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত হওয়ার অন্যতম কারণ তিনি মোদি-ঘনিষ্ঠ আদানিকে নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

শনিবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "আমার স্পষ্ট বক্তব্য আদানি নিয়ে প্রশ্ন তোলায় মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আদানি-মোদির সম্পর্ক নিয়ে প্রশ্ন গোটা ভারতবর্ষের সুচিন্তিত মানুষ করছেন। মহুয়ার সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য বহু। তিনি একটি ভুল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন। যাদের সঙ্গে আদানির অনেক সম্পর্ক রয়েছে। তারপরও আদানির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র। এটা একটা গুরুত্বপূর্ণ দিক।" সিবিআই তদন্ত নিয়ে বিকাশের আরও বক্তব্য, "মহুয়ার বিরুদ্ধে যে বিষয় নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়েছে তা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হল মহুয়া মৈত্র যে প্রশ্নটা তুলেছেন, তা সত্যি না মিথ্যা ! মহুয়া মৈত্রের প্রশ্নের সত্যতা নিয়ে কেন সিবিআই তদন্ত হচ্ছে না ? যদি মহুয়ার প্রশ্নের সত্যতা পাওয়া না-যায় তখনই তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপরাধ সংঘটিত করার অভিযোগ বা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আর যদি তাঁর প্রশ্নের সত্যতা প্রমাণিত হয়। তাহলে মহুয়া কোথা থেকে প্রশ্ন করেছেন, কাকে দিয়ে প্রশ্ন করেছেন, তা একেবারেই নিছক প্রথাগত ব্যাপার।"

এরপরই সিবিআই তদন্তের পরিধি বাড়ানোর প্রসঙ্গ টেনে বিকাশের যুক্তি দিয়ে বলেন, "আজকে সিবিআই তদন্ত হচ্ছে, আমি সিবিআই তদন্তের পরিধি আরও বাড়াতে বলব ৷ সিবিআই তদন্ত হোক। মোদি এবং আদানির যে সম্পর্ক, দেশীয় সম্পত্তি বিক্রি এবং আদানির সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে মোদির কী ভূমিকা রয়েছে তা নিয়ে সিবিআই তদন্ত হোক। এই সমস্ত মূল বিষয় নিয়ে তদন্ত হোক। মহুয়া কাকে দিয়ে প্রশ্ন করিয়েছেন এবং কোথা থেকে প্রশ্ন হয়েছে, এসব নিছক দ্বিতীয় স্তরের তদন্ত হতে পারে। সেটা করেই ভারতবর্ষের ক্ষমতাশীল লোকদের ব্যাপক দুর্নীতি সেটাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।"

মহুয়ার বিরুদ্ধে এই সিবিআই তদন্ত, সেক্ষেত্রে তৃণমূল কি আদৌ কৃষ্ণনগরের সংসদের পাশে থাকবেন ? এই প্রশ্নের উত্তরের বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "তৃণমূল আদৌ মহুয়ার পাশে থাকবে কি থাকবে না, তা নিয়ে আমি আদৌ চিন্তিত নই। কারণ তাঁর দল একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল। ফলে সেই রাজনৈতিক দল কখনওই দুর্নীতির বিরুদ্ধে তদন্তে থাকবে না ৷ এটা প্রমাণিত। ফলে আগামী দিনের মহুয়া ও তার দলের মধ্যে কী সম্পর্ক হবে তা নিয়ে আমি আদৌ ভাবিত নই। আমি ভাবি তো একজন সংসদ তিনি কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের যথাযথ তদন্ত না করে সেই সংসদ কে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে। এটা অগণতান্ত্রিক এবং চক্রান্তমূলক।"

আরও পড়ুন

  1. টাকার বিনিময়ে প্রশ্ন ! তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ের
  2. যাঁর হাত ধরে রাজনীতিতে পরিচয় তাঁর বিরুদ্ধেই এফআইআর, শুভেন্দুকে পালটা তৃণমূলের
  3. মিড ডে মিল দুর্নীতির সিবিআই তদন্তে জেনারেল কনসেন্ট প্রত্যাহার বাধা হবে না, দাবি সুভাষ সরকারের

ABOUT THE AUTHOR

...view details