পশ্চিমবঙ্গ

west bengal

Nabanna Durga Puja Preparations: পুজোর প্রস্তুতি শুরু, চতুর্থী থেকে নবান্নে চালু 24 ঘণ্টার কন্ট্রোলরুম

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 10:57 AM IST

Updated : Sep 22, 2023, 5:40 PM IST

পুজোর দিনগুলিতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্নে খোলা হল কন্ট্রোলরুম ৷ থাকছে বিশেষ হেল্পলাইন নম্বরও ৷ সেখানে ফোন করলেই মিলবে সাহায্য ৷

Etv Bharat
নবান্নে পুজো প্রস্তুতি

কলকাতা, 22 সেপ্টেম্বর:রাজ্যে দুর্গাপুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা-সহ গোটা রাজ্যে পুজো সামনে রেখে প্রস্তুতি চলছে জোরকদমে। দুর্গাপুজো নিয়ে এবার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন ৷ অন্য দিনের তুলনায় পুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় এমনিতেই জনসমাগম বেশি হয় ৷ তাই কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই প্রস্তুত হচ্ছে প্রশাসন ৷

সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে নবান্নের এই বিশেষ কন্ট্রোলরুম খোলার কথা ঘোষণা করা হল বৃহস্পতিবার। কন্ট্রোলরুম চতুর্থীর দিন থেকেই চালু হয়ে যাবে। থাকছে 24 ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর। এই নম্বরে ফোন করলেই মিলবে বিভিন্ন ধরনের সাহায্য। 22143526 এই হেল্পলাইন নম্বর পুজোর দিনগুলিতে চালু থাকবে বলে জানা গিয়েছে। তবে শুধু দুর্গাপুজো নয়, কালীপুজো ও ছট পুজোর সময়ও এই কন্ট্রোলরুম চালু থাকবে বলে নবান্ন সূত্রে খবর ।

আরও পড়ুন : মহালয়ার আগেই কলকাতার বেহাল রাস্তার হাল ফেরানোর নির্দেশ মেয়র ফিরহাদের

অতীতে দেখা গিয়েছে, দুর্গাপুজোর সময় একাধিক দুর্ঘটনা ঘটে। নানা কারণে অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়তে হয় অনেকেকই। পরিস্থিতি কখনও কখনও এতটাই গুরুতর হয়ে ওঠে যে চিকিৎসার মতো পরিষেবা পেতেও সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই অবস্থায় 18 থেকে 29 অক্টোবর মোট 11 দিন সাধারণ মানুষের সাহায্যের জন্য এই কন্ট্রোলরুম খুলেছে নবান্ন। পুজোর এই ক'দিন জনসাধারণের সুবিধার্থে এই কন্ট্রোলরুম খোলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ৷

মূলত এই কন্ট্রোলরুমে যোগাযোগ করলে আপৎকালীন পরিষেবা পাওয়া যাবে। যতদূর জানা যাচ্ছে, দুটি শিফটে উৎসবের দিনগুলিতে নবান্নের এই কন্ট্রোলরুম কাজ করব । একটি শিফট সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত । অন্যদিকে, পরবর্তী শিফট রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত । প্রত্যেকদিন এই কন্ট্রোলরুমের দায়িত্বে থাকবেন একজন করে ডব্লিউবিসিএস অফিসার ৷

আরও পড়ুন : বাস-ট্রাম-লঞ্চ, শহর থেকে গ্রামাঞ্চলের ঠাকুর দেখুন প্রি-পুজো প্যাকেজে

Last Updated : Sep 22, 2023, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details