পশ্চিমবঙ্গ

west bengal

Cattele Smuggling Probe: অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে কেষ্ট-ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ সিবিআই'য়ের

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 7:57 PM IST

গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ বুধবার এই মামলায় তাঁর ঘনিষ্ঠ কৃপাময় ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 6 সেপ্টেম্বর:অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যদের আর কোথাও কোনও সম্পত্তি আছে কি না, তা জানতে বুধবার বীরভূমের তৃণমূল নেতা কৃপাময় ঘোষকে প্রায় আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা । মূলত গরু পাচারকাণ্ডের সাক্ষ্য হিসেবে বীরভূমের তৃণমূল নেতা কৃপাময়কে এদিন তলব করেছিল সিবিআই । সেইমতো নির্ধারিত সময়ের আগেই কলকাতার নিজাম প্যালেসে সিবিআই অফিসে গিয়ে এদিন হাজিরা দেন কৃপাময় ঘোষ ।

দুপুর বারোটা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই । সূত্রের খবর, কৃপাময়ের কাছ থেকে তদন্তকারী আধিকারিকরা এদিন জানতে চান, অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের আর কোথাও কোনও সম্পত্তি রয়েছে কিনা । সিবিআই আধিকারিকরা মনে করছেন, একসময় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্বে ছিলেন এই কৃপাময় ঘোষ । তাই এই ব্যক্তি গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল সম্পর্কে একাধিক খুঁটিনাটি তথ্য দিয়ে তদন্তে সাহায্য করতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: ইডির আবেদনের পক্ষেই রায়, আসানসোল থেকে সরে গরুপাচার মামলা দিল্লির পথে

সিবিআই সূত্রের খবর, বেশকিছু প্রশ্নের উত্তর এদিন এড়িয়ে গিয়েছেন কৃপাময় ঘোষ । তাঁকে জিজ্ঞাসাবাদ করে খুব একটা সন্তুষ্ট নন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা। ফলে তদন্তের ক্ষেত্রে তাকে ফের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে । অনুব্রত মণ্ডলকে যখন আসানসোল থেকে দিল্লির পথে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তাঁকে কলকাতা বিমানবন্দরে আনার আগে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে খাওয়া-দাওয়ার জন্য দাঁড়িয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের কনভয়টি । সেখানেই কচুরি খাবার সময় একই টেবিলে অনুব্রতর সঙ্গে বসেছিলেন বীরভূম জেলার এই তৃণমূল নেতা কৃপাময় ঘোষ। বেশ কিছুক্ষণ তাঁরা বৈঠক করেছিলেন। এই কৃপাময় ঘোষকে ইতিমধ্যেই একাধিকবার সিবিআই এবং ইডি পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছে।

ABOUT THE AUTHOR

...view details