পশ্চিমবঙ্গ

west bengal

Calcutta HC Summons Home Secretary: ফরেনসিক সায়েন্স ল্যাবে মাদক পরীক্ষা কবে হবে ? জবাব পেতে স্বরাষ্ট্রসচিবকে তলব হাইকোর্টের

By

Published : Jan 17, 2023, 5:25 PM IST

Calcutta High Court ETV Bharat
কলকাতা হাইকোর্ট ()

ফরেনসিক সায়েন্স ল্যাবে মাদক পরীক্ষা কবে করা হবে ? এই প্রশ্নের জবাব পেতে স্বরাষ্ট্রসচিবকে তলব (Calcutta HC Summons Home Secretary) করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

কলকাতা, 17 জানুয়ারি: একটি মাদকের পরীক্ষার ব্যবস্থা কবে কার্যকর হবে রাজ্যের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (Forensic Science Laboratory), এর জবাব পেতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে আদালতে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দিয়েছেন, 24 জানুয়ারি স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে (Calcutta HC Summons Home Secretary) হাজির হয়ে জানাতে হবে কেন মেটা ইনফেটা মাইন নামে ওই মাদকের পরীক্ষা শুরুর ব্যবস্থা এতদিনেও হয়নি । এই মাদকের পরীক্ষার ব্যবস্থা না হওয়ার কারণে একটি জামিন মামলায় ধৃতের জামিন আটকে গিয়েছিল । কারণ রাজ্য জানায় যে, এই মাদক পরীক্ষার জন্য যে মেশিন দরকার, তা রাজ্যের ফরেনসিক ল্যাবরেটরিতে নেই । তারপরেই আদালত ওই মেশিন আনার জন্য অর্থ বরাদ্দ করার নির্দেশ দিয়ে সময় বেঁধে দেয় ।

আরও পড়ুন:বিচারপতি মান্থার বাড়ির সামনে ও হাইকোর্টে কারা পোস্টার দিয়েছিল ? রিপোর্ট তলব আদালতের

উল্লেখ্য, কিছুদিন আগে রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে কর্মী নিয়োগের গাফিলতির জন্যও রাজ্যে স্বরাষ্ট্রসচিবকে ডেকে পাঠিয়েছিল আদালত (Calcutta High Court summons Home Secretary)। বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের তলব পেয়ে শেষে পাবলিক সার্ভিস কমিশন দ্রুত কর্মী নিয়োগ করতে বাধ্য হয় । পাশাপাশি মাদক মামলায় ভুয়ো অভিযোগ দেওয়া হচ্ছে, এই অভিযোগে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ রাজ্যের সব থানাকে নির্দেশ দেয় যে, এ বার থেকে মাদক উদ্ধার হলেই সঙ্গে সঙ্গে তার ভিডিয়োগ্রাফি করতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details