পশ্চিমবঙ্গ

west bengal

Group-D Recruitment Case: গ্রুপ ডি'র ওয়েটিং লিস্ট গঙ্গার মত স্বচ্ছ নয়, এসএসসি'কে সতর্ক করলেন বিচারপতি বসু

By

Published : Feb 28, 2023, 6:38 PM IST

গ্রুপ-ডি'র শূন্যপদ নিয়োগে এসএসসি'কে সতর্ক থাকার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু (justice Biswajit Basu)।

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 28 ফেব্রুয়ারি: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ-ডি নিয়োগ নিয়ে ফের মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু । মঙ্গলবার তিনি বলেন, "গ্রুপ-ডি নিয়োগের ওয়েটিং লিস্ট কিন্তু গঙ্গার মত স্বচ্ছ নয় । এটা মনে রাখতে হবে ।" গ্রুপ-ডি'র নিয়োগে দুর্নীতি সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Calcutta HC justice Biswajit Basu)।

এদিন মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনকে সতর্ক করে দিয়ে বিচারপতি বলেন, "ওয়েটিং লিস্ট থেকে পরবর্তী নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে অনেক বেশি সতর্ক থাকতে হবে ।" উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি 1 হাজার 911 জন কর্মরত গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে । এই শূন্য পদগুলিতে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়াও শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (SSC Group-D recruitment) ।

তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে । উল্লেখ্য, গত 9 ও 10 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, গ্রুপ-ডি কর্মরত 1 হাজার 911 জনকে সম্পূর্ণ বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছিল ৷ সে কারণে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে । পাশাপাশি, ওই কর্মীরা এতদিন ধরে যে বেতন পেয়েছেন তাও দফায় দফায় ফেরত দিতে হবে । এই ব্যক্তিরা আদালতের অনুমতি ছাড়া আর কোথাও চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ।

আরও পড়ুন:অভিজিৎ সরকারের পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিলও জানান চাকরিহারা প্রার্থীরা । সেই মামলায় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ আপাতত টাকা ফেরত দেওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে । তবে 3 মার্চ এই মামলার ফের শুনানি করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details