পশ্চিমবঙ্গ

west bengal

Biswa Bangla logo in School Uniform : রাজ্যের নির্দেশ মেনে পৌর স্কুলগুলিতেও নীল-সাদা জামা ও বিশ্ববাংলার লোগো

By

Published : Apr 1, 2022, 7:58 PM IST

স্কুল ইউনিফর্মে বিশ্ববাংলার লোগো রাখার নির্দেশিকা নিয়ে অবস্থান স্পষ্ট করল কলকাতা পৌরনিগম ৷ পৌর স্কুলগুলির সকল ছাত্র-ছাত্রীকে পড়তে হবে নীল-সাদা জামা (Blue-white dress and Biswabangla logo in municipal schools as per the instructions of state) ৷ জানালেন কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা ।

Municipal school uniform
Municipal school

কলকাতা, 1 এপ্রিল : নীল-সাদা জামা ও বিশ্ববাংলার লোগো নিয়ে ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে ৷ এই ইস্যুতে বিরোধী দলগুলি আক্রমণ করছে রাজ্য সরকারকে ৷ তারই মাঝে এদিন স্কুল ইউনিফর্মে বিশ্ববাংলার লোগো রাখার নির্দেশিকা নিয়ে অবস্থান স্পষ্ট করল কলকাতা পৌরনিগম ৷

রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ছাত্রদের নীল প্যান্ট ও সাদা জামা পড়তে হবে । ছাত্রীদের ক্ষেত্রে নীল-সাদা সালোয়ার কামিজ ও শাড়ি । ইউনিফর্মে স্কুলের লোগোর বদলে থাকবে বিশ্ববাংলার লোগো (Blue-white dress and Biswabangla logo in municipal schools as per the instructions of state) ।

এই নির্দেশিকা নিয়ে এবার কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা বলেন, "সরকারের তরফ থেকে যেমন নির্দেশ দেবে তেমনটাই আমরা পালন করব । দু'মাস আগে বাংলা শিক্ষা পোর্টালের আওতায় এসেছে কেএমসি পৌর স্কুলগুলি । এটা সমস্ত স্কুলকে একছাতার তলায় আনার একটা প্রয়াস । সেখানে রাজ্য সরকারের শিক্ষা দফতর যা নির্দেশ আমাদের দেবে, তা আমরা বাস্তবায়িত করব । রাজ্যের তরফেই এখন ছাত্রছাত্রীদের পোশাক দেওয়া হবে । ফলে পোশাকের মধ্যে যদি সামঞ্জস্য রাখা যায়, যদি সকল ছাত্র-ছাত্রী একই পোশাক পরে তাহলে তার মধ্যে একটি ইতিবাচক চিন্তাভাবনা থাকবে । রাজ্য সরকারি স্কুলের ও পৌর বিদ্যালয়ের পড়ুয়ারা সহজে চিহ্নিত হতে পারবে ।"

স্কুল ইউনিফর্মে বিশ্ববাংলা'র লোগো রাখার নির্দেশিকা নিয়ে অবস্থান স্পষ্ট করলেল কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা

এই নির্দেশিকা নিয়ে বিরোধীদের আপত্তি প্রসঙ্গে সন্দীপন সাহা বলেন, "বিরোধীদের কাজ হল বিরোধিতা করা । গঠনমূলক বিরোধিতা করতে পারেন না তারা । আমাদের রাজ্যে তাদের যে মানসিকতা, তাতে তাদের বিরোধিতা করতে হয় তাই করব, এভাবেই চলছে ।"

উল্লেখ্য, নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে ছেলেরা নীল প্যান্ট ও সাদা জামা এবং মেয়েরা নীল সালোয়ার কামিজ ও সাদা জামা পরবে । রাজ্যের সমস্ত স্কুলে এই পোশাক বিতরণ করবে রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতর । দেওয়া হবে ব্যাগও । স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো রাখার নির্দেশও দেওয়া হয়েছে । পৌর স্কুলগুলিতেও এবার থাকবে সরকারি পোশাক ও লোগো ৷

আরও পড়ুন :HS Exam 2022 : রাত পোহালেই শুরু উচ্চমাধ্য়মিক, স্কুলে স্কুলে শেষ মুহূর্তের প্রস্তুতি

ABOUT THE AUTHOR

...view details