পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Slams TMC: সরকারি কর্মচারীদের অভিষেকের রাজনৈতিক কাজে ব্যবহার করছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

By

Published : May 3, 2023, 12:58 PM IST

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে ফের শাসক দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, শাসক দলের রাজনৈতিক কর্মসূচিতে সরকারি কর্মচারীদের ব্যবহার করা হচ্ছে ৷

Suvendu Slams TMC
Suvendu Slams TMC

কলকাতা, 3 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে সরকারি আধিকারিকদের ব্যবহার করা হচ্ছে, বুধবার এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন এই নিয়ে একটি টুইট করেছেন শুভেন্দু ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

ওই টুইটে তিনি তিনটি ছবি ব্য়বহার করেছেন ৷ ওই ছবিগুলির মধ্য়ে একটিতে নাম ও ফোন নম্বর দেওয়া একটি তালিকা রয়েছে ৷ অন্য একটি ছবিতে ওই তালিকা পাঠানো হয়েছে এমন একটি হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট রয়েছে ৷ আর তৃতীয় ছবিটিতে কয়েকজনকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির ব্যানার টাঙাতে দেখা যাচ্ছে ৷ হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশটের ছবির সঙ্গে লেখা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগদানের জন্য সরকারি কর্মচারীদের নির্দেশ দিচ্ছেন স্বয়ং জলপাইগুড়ির জেলাশাসক দফতরের কর্মী ৷

তার পর ওই টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘পিসি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখন শুধুমাত্র পুলিশকেই ব্যবহার করছেন না ৷ কিন্তু সরকারি কর্মচারীদেরও আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের (আঞ্চলিক দল) প্রার্থী বাছাইয়ের প্রাথমিক ভোটে ব্যবহার করা হচ্ছে৷ পিসি-ভাইপোর (মমতা-অভিষেক) আঞ্চলিক দলের প্রাথমিক নির্বাচনের সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কর্মী হিসেবে ব্যবহার করার তালিকাটা দেখুন ৷’’

এর পরই তিনি সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের প্রসঙ্গ তোলেন ৷ তাঁর বক্তব্য, একদিকে যখন সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ আদায়ের জন্য আন্দোলন করছেন, তখন অন্যদিকে সরকারি কর্মচারীদের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কর্মসূচির (শুভেন্দু লিখেছেন, যুবরাজের ছেলেখেলা) জন্য ব্যবহার করা হচ্ছে ৷

প্রসঙ্গত, গত 25 এপ্রিল তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে ৷ কোচবিহার থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে কাকদ্বীপে ৷ এই কর্মসূচিতে টানা দু’মাস ধরে জনসংযোগ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচি নিয়ে এর আগেও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে শাসক দল রাজনৈতিক কর্মসূচি করছে বলে অভিযোগ করেছিলেন ৷ বুধবার আবার এই নিয়ে সরব হলেন তিনি ৷

আরও পড়ুন:জনসংযোগ যাত্রা নাটক, অভিষেককে 'হরিদাস পাল' বলে কটাক্ষ শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details