পশ্চিমবঙ্গ

west bengal

ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম ঢোকানো হচ্ছে, নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 10:48 PM IST

BJP at Election Commission: তৃণমূল বাংলাদেশি নাগরিকদের নাম ঢোকাচ্ছে এরাজ্যের ভোটার তালিকায় ৷ শনিবার এই অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছে বিজেপি ৷

ETV Bharat
নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল

শিশির বাজোরিয়ার বক্তব্য

কলকাতা, 25 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের বাঙালি ভোটারদের উপর আর আস্থা নেই । তারা জানে তারা হারের দিকে যাচ্ছে, সেকারণে বাংলাদেশি নাগরিকদের নাম তোলা হচ্ছে এরাজ্যের ভোটার তালিকায়। শনিবার এমনই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে রাজ্য বিজেপি । এদিন নির্বাচন কমিশনের দফতরে যায় বিজেপির এক প্রতিনিধি দল ৷ এরাজ্যের মুখ নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ডেপুটেশন জমা দেয় বিজেপি ।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন । শুরু হয়ে গিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ। পাশাপাশি নতুন ভোটার বা প্রথমবার ভোট দেবেন যারা তাঁদের নামও ভোটার তালিকায় তোলার কাজও চলছে । ভোটার তালিকা সম্পর্কিত সমস্ত কাজ শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা আগামী বছরের 5 জানুয়ারি । এই ভোটার তালিকাতেই ঢোকানো হচ্ছে বাংলাদেশি নাগরিকদের নাম । এমনটাই মূলত অভিযোগ বিজেপির ৷ এদিন বিজেপির পক্ষ থেকে শিশির বাজোরিয়া জানান, তৃণমূল কংগ্রেসের বাংলার ভোটারদের উপর আর আস্থা নেই । তারা জানে হারবে । তাই এবার ভোটার তালিকায় বাংলাদেশি ভোটারদের নাম ঢোকানোর চেষ্টা করছে তারা । শুক্রবার বারাসতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এই ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করে বিজেপি ।

বিজেপির অভিযোগ, এভাবে নাগরিকত্ব আইনের সঙ্গে খেলা করা হচ্ছে । বেআইনি কাজ করা হচ্ছে ৷ আইন মানা হচ্ছে না বলে দাবি করা হয় । এর পাশাপাশি শিশির বাজোরিয়া এদিন আরও জানান, অযোগ্য ব্যক্তিদের ব্লক লেভেল অফিসার বা বিএলও হিসেবে নিয়োগ করে ভোটার তালিকা তৈরির কাজ করা হচ্ছে । বীরভূমের লাভপুরে একজন ঢাকিকে বিএলও পদে বসানো হয়েছে । এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে আগেও অভিযোগ করা হয়েছে । শিশির বাজোরিয়া বলেন,"একজন ব্যাক্তির দু'জায়গায় নাম তোলা হয়েছে । অর্থাৎ সেই একই ব্যাক্তি দু'জায়গায় গিয়ে ভোট দিচ্ছেন । এমনকী 2018 সালে ডায়মন্ডহারবার লোকসভায় একটিও মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি ।

এমনকী ওখানে রোহিঙ্গাদের নামও ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়ার হয়েছিল । তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্ম-সহায়ক সুমিত রায়ের দু'জায়গায় নাম তুলেছেন । কারণ তিনি কলকাতার ভোটার ছিলেন এবং পঞ্চায়েতে যেহেতু কলকাতার ভোটার প্রবেশ করতে পারবেন না সেই জন্য তিনি পঞ্চায়েত এলাকাতে গিয়েও নাম তুলেছিলেন যাতে ওখানে তিনি ভোটের সময় পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন ৷ তখন অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি ৷ আজ আবারও ওই একই অভিযোগ জানানো হয়েছে ৷" এছাড়াও ভোটার তালিকা সংশোধন নিয়ে এদিন একাধিক অভিযোগ করা হয়েছে রাজ্য বিজেপির তরফে ৷

আরও পড়ুন:

  1. যাঁর হাত ধরে রাজনীতিতে পরিচয় তাঁর বিরুদ্ধেই এফআইআর, শুভেন্দুকে পালটা তৃণমূলের
  2. মিলল স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি, রাজ্যপাল পদে বর্ষপূর্তির পর ফের কেরল যাচ্ছেন বোস

ABOUT THE AUTHOR

...view details