পশ্চিমবঙ্গ

west bengal

Biman Bose Reaction: রাহুলের সাংসদ পদ খারিজের তীব্র নিন্দা বিমান বসুর

By

Published : Mar 24, 2023, 8:45 PM IST

রাহুল গান্ধির (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের ঘটনায় তীব্র নিন্দায় সরব বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Left Front Chairman Biman Bose)। তাঁর মতে, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি (BJP) ৷

Etv Bharat
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

কলকাতা, 24 মার্চ:রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের ঘটনায় তীব্র নিন্দায় সরব বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Left Front Chairman Biman Bose) ৷ বৃহস্পতিবার সুরাত আদালতের রায়ের 24 ঘণ্টার মধ্য়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার অধ্য়ক্ষ ওম বিড়লা ৷ শুক্রবার এই ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

মানহানির মামলায় গুজরাতের সুরাত আদালত রাহুল গান্ধিকে (Rahul Gandhi) বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে ৷ সেই সঙ্গে তাঁর দু'বছরের কারাদণ্ডের সাজাও ঘোষণা করে আদালত। যদিও এই রায়ের পর রাহুলকে 10 হাজার টাকার ব্য়ক্তিগত বন্ডে জামিন দেওয়ার পাশাপাশি উচ্চ আদালতে দরবার করার পরামর্শও দিয়েছে আদালত। তবে নিম্ন আদালতের রায়ের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের নির্দেশিকা জারি করা হয় লোকসভা অধ্য়ক্ষের সচিবালয় থেকে ৷ যাকে নজির বিহীন বলছে রাজনৈতিক মহল। যা নিয়ে গোটা দেশের রাজনীতিতে শোরগোল শুরু হয়ে গিয়েছে।

সেই ঘটনায় এবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "অপরাধীদের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়, এখানে রাহুল গান্ধির বিরুদ্ধেও সেটাই নেওয়া হয়েছে। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। এমন স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজ্য ও দেশের মানুষের গর্জে ওঠা উচিৎ।" পাশাপাশি তিনি জানান, এটা রাহুল গান্ধি না অন্য় কেউ সেটা বড় বিষয় নয়, আসলে তিনি নির্বাচিত সদস্য তাঁর কোনও অপরাধের রেকর্ড নেই ৷ বিমান বসুর কথায়, "তাঁর সঙ্গে অপরাধীদের মত ডিল করা হবে, তাঁর সদস্য পদ খারিজ করা হবে, এটা কোনও গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না। রাহুল গান্ধি তো পালোয়ান নয়, তাঁকে কেন্দ্র ভয় পাচ্ছে কেন?" এই ঘটনার নিন্দা করে টুইট করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

আরও পড়ুন:অনুব্রততেই ভরসা মমতার, বীরভূমের লাগাম রাখলেন নিজের হাতে

নিম্ন আদালতের রায়ের বিরোধীতা করে উচ্চ আদালতে যাওয়ার সময় থাকে। সেখানে অনেক ক্ষেত্রেই নিম্ন আদালতের রায় খারিজ বা তার ওপর স্থগিতাদেশ জারি হতে পারে। তবে সেই সময় না দিয়েই সাংসদ পদ খারিজ করা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ তাঁর মতে, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি (BJP)৷ অন্য়দিকে এই ঘটনায় রাহুলের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ABOUT THE AUTHOR

...view details