পশ্চিমবঙ্গ

west bengal

Durga Puja 2022: উমাকে বরণ করবে রোবট, বড় চমক বাগুইআটিতে

By

Published : Sep 19, 2022, 1:22 PM IST

Updated : Sep 19, 2022, 2:26 PM IST

Baguiati Dakshinpara Durgotsab Committee Durga Puja 2022 theme
Baguiati Dakshinpara Durgotsab Committee Durga Puja 2022 theme ()

তথাকথিত 'সুখটানে' কতটা ক্ষতি? থিমের মাধ্যমে তা তুলে ধরতে চলেছে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি (Dakshinpara Durgotsab Committee) ৷ এবারের তাদের থিম 'তাপাতঙ্ক' (Durga Puja 2022 theme) ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর:'তাপাতঙ্ক'। শব্দটা শুনলেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং-এর কথা মাথায় আসে । সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের একাধিক কারণের মধ্যে অন্যতম হল ধোঁয়া । তাই একটি সিগারেট বা বিড়ি টানলে কিংবা ধূমপান করলে আমাদের শরীরে কতটা ক্ষতি হয়, তার ব্যাখ্যা দিতেই বাগুইআটি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির (Baguiati Dakshinpara Durgotsab Committee) এবারের থিম 'তাপাতঙ্ক' ৷ শিল্পী পাপাই সাঁতরা ৷

রোবটের মাধ্যমে দুর্গাকে বরণ করে নেবে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি

দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজোয় অবশ্য রয়েছে আরও চমক (Durga Puja 2022) ৷ তা হল রোবট ৷ এই রোবটের মাধ্যমে দুর্গাকে বরণ করবে তারা । ছোট প্রতিমা এনে আনুষ্ঠানিকভাবে রোবট দিয়ে বরণ করানোও হল রবিবার ৷ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রোবটের নাম অন্নপূর্ণা ৷ রোবটটি আবার বাংলায় কথা বলতে পারে ।

বাগুইআটি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির এবারের থিম 'তাপাতঙ্ক'

থিমে ধূমপান বিরোধী বার্তা দেওয়ার পাশাপাশি বাগুইআটি, লেকটাউনের বিভিন্ন রাস্তা জুড়ে হোডিং-পোস্টার লাগানো হয়েছে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির তরফে । ফেসবুক-সহ একাধিক সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে ক্যাম্পেনও । 'তাপাতঙ্ক' থিমের সঙ্গে রোবটের কোনও সম্পর্ক নেই । রোবট মা দুর্গাকে বরণ করছে, তা দেখতে মণ্ডপে ভিড় উপচে পড়বে বলে মনে করছেন পুজো কমিটির সদস্যরা ৷

থিমে ধূমপান বিরোধী বার্তা তুলে ধরা হবে

দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ দাস বলেন, "থিমের সঙ্গে রোবটের কোনও সম্পর্ক নেই ঠিকই । কিন্তু রোবট কীভাবে মাকে বরণ করে তা দেখতেই যাতে সাধারণ মানুষ আসে এবং আমরা যে সোশ্যাল বার্তা দিতে চেয়েছি, তা বহু মানুষের কাছে পৌঁছানোর জন্যই রোবটের ব্যবস্থা করা ।"

আরও পড়ুন:কাশী বোস লেনের মণ্ডপে এবার মাটি সংরক্ষণের বার্তা

দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির 62তম বর্ষে 'তাপাতঙ্ক' থিম (Durga Puja Theme) বাছার কারণ কী? এ বিষয়ে শুভজিৎ দাস বলেন, "আমাদের শরীরের সাধারণত সাড়ে চারশো থেকে 500 ডিগ্রি তাপমাত্রা থাকে । সিগারেটে টান দিলে সেই তাপমাত্রা এক ধাক্কায় সাড়ে 700তে পৌঁছে যায় । তার সঙ্গে সঙ্গে নিকোটিনও শরীরে প্রবেশ করে । তারপরে শরীরে যে মারাত্মক পরিমাণে ক্ষতি হয়, তা তুলে ধরতেই আমাদের থিম 'তাপাতঙ্ক' ।

একাধিক চমক দিতে তৈরি বাগুইআটি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি
Last Updated :Sep 19, 2022, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details