পশ্চিমবঙ্গ

west bengal

রামমোহন রায় মাফ করে হাসিমুখে SMS করেছেন, ফেসবুকে পোস্ট বাবুলের

By

Published : Sep 27, 2019, 5:57 AM IST

Updated : Sep 27, 2019, 7:00 AM IST

সতীদাহ প্রথা রদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৷ এই মন্তব্যের পর ট্রোলড হন বাবুল সুপ্রিয় ৷ পরিস্থিতি সামাল দিতে ফেসবুকে পোস্ট করেন তিনি ৷

বাবুল

কলকাতা, 27 সেপ্টেম্বর : সতীদাহ প্রথা না কি রদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ! খোদ বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকীতে বাবুল সুপ্রিয়ের এই মন্তব্য ঘিরে হাসির রোল উঠেছে ৷ সোশাল মিডিয়াতেও রীতিমতো ট্রোলড হন তিনি ৷ শেষে ড্যামেজ কন্ট্রোলে নামলেন তিনিই ৷ নিছকই মুখ ফসকে এরকম মন্তব্য করেছিলেন বলে দাবি করলেন ৷ রসিকতার সুরে ফেসবুকে লেখেন, 'রাজা রামমোহন রায় আমাকে ইতিমধ্যে মাফ করে দিয়ে হাসিমুখে SMS করেছেন ৷' তাতে অবশ্য উলটে বাড়ল বিপত্তি ৷ একাংশের প্রশ্ন, রামমোহন রায়ের মতো ব্যক্তিত্বকে নিয়ে এভাবে রসিকতা করাটা কি বাঞ্চনীয় ?

গতকাল কলকাতা প্রেস ক্লাবে একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাবুল ৷ সেখানে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী নিয়ে কথা বলছিলেন ৷ এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল ৷ এরপরই বাধে বিপত্তি ৷ দেশের জন্য বিদ্যাসাগরের অবদান নিয়ে বাবুল বলেন, "বিভিন্ন সামাজিক ব্যবস্থা বা অন্ধবিশ্বাস থেকে মুক্তি দিয়েছিলেন তিনি ৷ সেটা সতী প্রথা (সতীদাহ প্রথা) হোক, বিধবা বিধবা চালু করেছিলেন (হোক) ৷"

বাবুলের এই মন্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি ৷ সোশাল মিডিয়ায় ট্রোলড হন ৷ভাইরাল হয় একাধিক মিম ৷ শুরু হয় হাসাহাসি ৷ একজন কেন্দ্রীয় মন্ত্রীর 'জ্ঞান' নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ একটি মহল থেকে আবার বলা হয়, তাঁর দলের সভাপতি দিলীপ ঘোষ তো দিনকয়েক আগেই বলেছিলেন, 'সহজপাঠ' বিদ্যাসাগরের লেখা । আর সেই দলেরই নেতা বাবুলের মুখে এরকম কথা আর আশ্চর্যের হয় কীভাবে !

এরপর পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন খোদ বাবুল ৷ বিষয়টি মুখ ফসকে বেরিয়ে গেছিল বলে দাবি করে গতকাল সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন ৷ টুইটও করেছিলেন ৷ পরে সেই টুইটটি অবশ্য বাবুলের প্রোফাইলে খুঁজে পাওয়া যায়নি ৷ ফেসবুকের পোস্টে বাবুল লেখেন, 'এটাকে স্লিপ অফ টাং বলে ৷ এবার কী হবে বলুন তো !! কত মানুষ কত কিছু লিখছে ৷ বিশেষ করে 'বাম'- এরা ৷ যদিও রাজা রামমোহন রায় অলরেডি আমাকে মাফ করে দিয়ে হাসিমুখে SMS করেছেন ৷ আশীর্বাদও করেছেন ৷ ' এখানেও শেষ হয়নি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা ৷ লেখেন, 'আপনারাও করে ফেলুন বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু পারবেন কি?' তবে আর যাই করি না কেন, মানুষের ক্ষতি কিন্তু করি না, বৃষ্টির দিনে চা-তেলেভাজার সাথে ডিসকাস করার মতো একটা টপিক তো পেলেন ৷' আর শেষে বাবুলের সংযোজন, 'যাদবপুরে NRC-এর ফুল ফর্ম জিজ্ঞাসা করার সঙ্গে এটার কিন্তু কোনও সম্পর্ক নেই ।'

বাবুলের এই পোস্টের পর হাসির রোল তো থামেইনি , উলটে শুরু হয়েছে সমালোচনা ৷ কোন যুক্তিতে রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারককে নিয়ে এরকম রসিকতা করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজ়েনরা ৷ যদিও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বাবুলের কাছ থেকে ৷

New York (USA), Sep 27 (ANI): Prime Minister Narendra Modi met with Cyprus President Nicos Anastasiades in New York on September 26. The meeting was on the sidelines of United Nations General Assembly. PM Modi is on week-long US visit to attend UNGA and boost ties with America.
Last Updated :Sep 27, 2019, 7:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details