পশ্চিমবঙ্গ

west bengal

HC on Chit Fund Case: এমপিএস-সহ সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার শুনানি হবে এক আদালতে, নির্দেশ হাইকোর্টের

By

Published : Apr 19, 2023, 8:04 PM IST

রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে রাজ্যের সব বেআইনি অর্থলগ্নি সংস্থার শুনানি এক আদালতে করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ রেজিস্ট্রার জেনারেলকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷

Calcutta HC on Chit Fund Case ETV BHARAT
Calcutta HC on Chit Fund Case

কলকাতা, 19 এপ্রিল: সারদা, রোজভ্যালি, এমপিএস-সহ সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার বিচার প্রক্রিয়া হবে একই আদালতে ৷ বুধবার এমনই নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ আদালতের নির্দেশে বলা হয়েছে, রেজিস্ট্রার জেনারেলকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলার বিচার নগর দায়রা আদালতে থাকা বিশেষ সিবিআই আদালতে করতে হবে ৷ মূলত, এমপিএস-এর অন্যতম কর্ণধার প্রবীর কুমার চন্দ্র-সহ 3 জনের আবেদনের শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, এমপিএস কর্ণধার প্রবীর কুমার চন্দ্র-সহ 3 জন আদালতে আবেদন করেছিলেন ৷ সেখানে বলা হয়েছিল, রাজ্যের ভিন্ন আদালতে অভিযোগের ভিত্তিতে মোট 28টি মামলা চলছে ৷ এই সব মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ৷ কিন্তু, 28টি আদালতে আলাদা আলাদা শুনানির জেরে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের ৷ তাই সব মামলাকে একটি নির্দিষ্ট আদালতে স্থানান্তর করতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এমপিএস-এর কর্ণধার প্রবীর কুমার চন্দ্র ৷ তাঁর সেই আবেদন এদিন মঞ্জুর করেছে আদালত ৷

সেখানেই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সারদা, রোজভ্যালি, এমপিএস-সহ রাজ্যে যতগুলি বেআইনি চিটফান্ড মামলা রয়েছে ৷ সেই সব মামলার শুনানি নগর দায়রা আদালতে থাকা বিশেষ সিবিআই আদালতে হবে ৷ এর জন্য রেজিস্ট্রার জেনারেলকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন:আট বছর পর হাইকোর্ট থেকে জামিন এমপিএস কর্ণধার প্রথমনাথ মান্নার

উল্লেখ্য, বেআইনি চিটফান্ড সংস্থা সারদার মামলায় সংশোধনাগারে রয়েছেন সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় ৷ তবে, দেবযানী মুখোপাধ্যায় কয়েকটি মামলায় জামিন পেয়েছেন ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে, যেগুলির শুনানি চলছে ৷ ফলে দেবযানী মুখোপাধ্যায় এখনও সংশোধনাগারে রয়েছেন ৷ অন্যদিকে, রোজভ্যালি-কাণ্ডে গ্রেফতার গৌতম কুণ্ডু সংশোধনাগারে রয়েছেন ৷ এমপিএস-সহ একাধিক বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্ণধাররাও গ্রেফতার হয়েছেন ৷ যেখানে সিবিআই-এর দায়ের করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এমপিএস কর্ণধার প্রবীর কুমার চন্দ্র ৷

ABOUT THE AUTHOR

...view details