পশ্চিমবঙ্গ

west bengal

Abhishek Banerjee: শহিদ মিনারের মঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

By

Published : Mar 29, 2023, 11:01 PM IST

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে পাকড়াওয়ের চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee challenged justic Abhijit Ganguli) ৷ বুধবার আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় যোগ দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

Etv Bharat
শহিদ মিনারের মঞ্চে অভিষেক

কলকাতা, 29 মার্চ: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে পাকড়াওয়ের চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee challenged justic Abhijit Ganguli) ৷ বুধবার আম্বেদকর মূর্তির পাদদেশে ধনায় যোগ দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ একটি ইংরেজি সংবাদমাধ্যম আয়োজিত আলোচনাসভায় উপস্থিত থেকে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজেজু অভিযোগ করেছিলেন, দেশের অবসরপ্রাপ্ত একাংশ বিচারপতি দেশ বিরোধী কাজে জড়িত থাকেন। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "কলকাতা হাইকর্টের একজন বিচারপতি সংবাদ মাধ্যমে বলছেন, রুল জারি করে আমাকে ডেকে পাঠাতে পারতেন। তাঁকে বলি, আপনার ক্ষমতা আছে ? কিরেন রিজিজুকে ডেকে পাঠাবেন ? সংবিধান আজ ভুলন্ঠিত।"

ডায়মন্ডহারবারের বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, "যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল। আগামী দিনেও তাই হবে। দুর্নীতির বিষয়ে তৃণমূল জিরো টলারেন্স। বাংলার মাটি ও তৃণমূল কংগ্রেস পরিশুদ্ধ লোহা। বুক ঠুকে বলছি, তৃণমূল কংগ্রেস একমাত্র দুর্নীতির সঙ্গে আপোস করেনি। বহিষ্কার করেছে। সিপিআইএম বিজেপির থেকে দুর্নীতি শুনব না।" বামেদের আক্রমণ করে তিনি বলেন,"সিপিআইএম বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। 34 বছরের বদলা চান নেত্রী যদি বলত, তাহলে কি হত ? 80-90 দশকে এরা মারকুটে ছিল। 2000 এর দিকে হিংসুটে। 2010 ব্যাকফুটে। এখন শুধু চিরকুটে।"

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "2024 এর লড়াইয়ে কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। কোনও ছার হবে না। এক ছটাক জমি ছাড়বেন না।" মোদিকে নিশানা করে অভিষেকের বক্তব্য, "রাস্তায় বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সরকার সংবেদনশীল। 2014 সালে ব্রিগেড গ্রাউণ্ডে প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি আশ্বাস দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী হলে বাংলার মানুষের জন্য লাড্ডু তুলে দেবেন। সত্যিই বাংলার হাতে লাড্ডু তুলে দিয়েছেন নরেন্দ্র মোদি। ইডি সিবিআই দিয়ে মুখ বন্ধ করাতে চায়। বিলকিস বানোর গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তকে গুজরাতের সরকারি মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাই, বিজেপির থেকে কী করে সরকার চালাতে হয় শিখব না।"

আরও পড়ুন: দিদি, ও দিদি মন্তব্যের জন্য মোদির পদ খারিজ কেন হবে না, প্রশ্ন অভিষেকের

নানা প্রকল্পের তদন্তে দিল্লি থেকে লোক আসা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলা থেকে 18টা সংসদ আসন পাওয়ার পরেও 151টা কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছে। উত্তরপ্রদেশে কত শূন্য ? গুজরাতে কত শূন্য ? ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসায় কটা টিম গিয়েছে ? শূন্য। অসমে শূন্য। 2021-22 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার রাজ্যের 160 প্রকল্পের টাকা আটকেছে। এক বছরে 60টি প্রকল্প এর টাকা আটকেছে। ইচ্ছা করে মানুষকে প্রতাড়িত করে ভাতে মারতে চাইছে কেন্দ্রীয় সরকার। দিল্লিতেও আন্দোলন সংগঠিত করতে আমরা রাজি আছি। আপনি অনুমতি দিন।" বুধবার শহিদ মিনারের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে এই আন্দোলনের ঝাঁঝ আগামিদিনে যে আরও বাড়বে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই স্পষ্ট ৷

ABOUT THE AUTHOR

...view details