পশ্চিমবঙ্গ

west bengal

Abhishek Banerjee ED Appearance সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুরু ইডির জেরা

By

Published : Sep 2, 2022, 11:06 AM IST

Updated : Sep 2, 2022, 12:31 PM IST

শুক্রবার নির্ধারিত সময়ের আগে সাড়ে দশটার খানিক পরে সিজিও কমপ্লেক্সে চলে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee enters into CGO Complex ED Office) ৷

ETV Bharat Abhishek Banerjee
ETV Bharat

কলকাতা, 2 সেপ্টেম্বর: কয়লাপাচার কাণ্ডে এর আগে দিল্লিতে দু'বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ, 2 সেপ্টেম্বর, শুক্রবার ফের ইডি আধিকারিকরদের মুখোমুখি হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ কলকাতায় ইডির অফিস সিজিও কমপ্লেক্স সূত্রে খবর, 10.40 মিনিট নাগাদ সেখানে পৌঁছন সাংসদ অভিষেক (Abhishek Banerjee appears before ED at CGO Complex ED Office Salt Lake) ।

আজ নতুন প্রশ্নের তালিকা তৈরি করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা চলছে । এছাড়া ইডির আধিকারিকেরা তাঁর বয়ান রেকর্ড করবেন বলে জানা গিয়েছে । বৃহস্পতিবার দিল্লি থেকে তিন সদস্যের বিশেষ প্রতিনিধি দল এসেছে কলকাতায় ৷

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু'বার দিল্লি গিয়ে ইডি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন । পরে তিনি আদালতের দ্বারস্থ হয়ে আর্জি জানান, কলকাতায় ইডির অফিস আছে ৷ তা সত্ত্বেও তাঁকে কেন বারবার দিল্লিতে তলব করা হচ্ছে ? এতে আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে হলে যেন কলকাতায় ইডির দফতরে ডাকা হয় ।

আরও পড়ুন: ছোট্ট আয়াংশকে পাশে বসিয়ে ইডি-র প্রশ্নবাণ সামলালেন রুজিরা ! জবাবে 'নাখুশ' তদন্তকারীরা

এর মধ্যে সোমবার, 29 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP Foundation Day) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল মেয়ো রোডে ৷ সেই সভামঞ্চ থেকে মোদি সরকারকে আক্রমণ করে অভিষেক বলেন, "বিজেপি হাজার চেষ্টা করেও মমতা বন্দোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে পারবে না । বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকেছেন মমতা । মমতাকে কুত্‍সা করে আটকানো যাবে না। তৃণমূলের ছাত্র-যুবরাই 10 গোলে হারিয়ে দেবে ।" ডায়মন্ডহারবারের সাংসদ সেদিন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গও তোলেন । তিনি বলেছিলেন, "21 জুলাইয়ের সভার পরেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে । আজকের সভার পরেও হয়তো কাউকে গ্রেফতার করা হবে । তবে মনে রাখবেন, গ্রেফতার করে তৃণমূলকে আটকানো যাবে না ।" তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও আশঙ্কা প্রকাশ করেছিলেন, এরপরই হয়তো কেন্দ্রীয় এজেন্সি কাউকে সমনের নোটিশ পাঠাবে, নয়তো গ্রেফতার করবে ৷

সভার পরদিন মানে 30 অগস্ট জানা যায়, ইডি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদকে 2 সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার সমন পাঠিয়েছে ৷ তাঁকে কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) আর্থিক প্রতারণা অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন: আত্মসমর্পণ করব না, ইডির ডাকে দিল্লি যাওয়ার আগে বার্তা অভিষেকের

Last Updated : Sep 2, 2022, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details