পশ্চিমবঙ্গ

west bengal

বিচ্ছেদের পর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট, গ্রেপ্তার বিহারের যুবক

By

Published : Jul 23, 2019, 10:08 PM IST

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট ৷ গড়িয়াহাট এলাকা থেকে গ্রেপ্তার বিহারের যুবক ৷

ছবিটি প্রতীকী

বিধাননগর, 23 জুলাই : প্রেমটা যদিও খুব বেশিদিনের নয় ৷ তখন স্বাভাবিক ছিল সব কিছুই ৷ কিন্তু ভালো সময় বিষাদে পরিণত হতে সময় লাগেনি বেশিদিন ৷ ঝগড়া হতেই বিচ্ছেদ ৷ আর তারপরই শুরু হয় ব্ল্যাকমেল ৷ যুবতির অভিযোগের ভিত্তিতে গতকাল গড়িয়াহাট থানা এলাকা থেকে অভিযুক্ত রৌশনকুমার সিংকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

পটনার দানাপুরের বাসিন্দা রৌশনকুমারের সঙ্গে এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা এক যুবতির সম্পর্ক ছিল ৷ চার মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় ৷ তারপর থেকেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলে ওই যুবতিকে রৌশন ব্ল্যাকমেল করত বলে অভিযোগ ৷ কিন্তু রৌশন পরে সোশাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করে দেয় ৷ যুবতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করলে গতকাল রৌশনকে গ্রেপ্তার করা হয় ৷

Intro:বিধাননগর, ২৩ জুলাই: প্রেমিকার সাথে সম্পর্ক বিচ্ছেদের হওয়ায় সোশ্যাল মিডিয়ার তার অশ্লীল ছবি পোস্ট করায় গ্রেফতার প্রাক্তন প্রেমিক। অভিযুক্তের নাম রৌশন কুমার সিংহ। অভিযুক্ত বিহারের বাসিন্দা। Body:পুলিশ জানিয়েছে বেশকিছুদিন আগে পাটনার দানাপুরের বাসিন্দা রৌশন কুমার সিংহর সঙ্গে পরিচয় হয় এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা এক যুবতীর। তাদের মধ্যে পরে প্রেমের সম্পর্ক হয়। কিন্তু ৮ মাস আগে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। এর পরেই মহিলার গোপনীয় কিছু ছবি সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে ওই যুবক। যুবতী সেই কথায় ভয় না পাওয়ায় ওই যুবক সোশ্যাল মিডিয়াতে ওই যুবতীর গোপনীয় কিছু ছবি ছড়িয়ে দেয় বলে বিধাননগর সাইবার ক্রাইম থানাতে অভিযোগ জানায় ওই যুবতী। এই ঘটনার তদন্ত শুরু করে গতকাল রাতে গরিয়াহাট এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। Conclusion:

ABOUT THE AUTHOR

...view details