পশ্চিমবঙ্গ

west bengal

Fake Notes Recovered: কলকাতায় উদ্ধার 1 লক্ষ টাকার জাল নোট, উত্তরপ্রদেশ যোগের দাবি এসটিএফের

By

Published : Mar 20, 2023, 8:13 AM IST

কলকাতায় জাল নোট উদ্ধারে গ্রেফতার উত্তরপ্রদেশের এক ব্যক্তি ৷ সঙ্গে এ রাজ্যের একজন ৷ তদন্তে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Kolkata News)৷

ETV Bharat
ধৃত দুই

কলকাতা, 20 মার্চ:পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের সক্রিয় জাল নোট পাচারকারীরা। 1 লক্ষ টাকার জাল নোট-সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Fake Notes Recovered in Kolkata)। ধৃতদের নাম আনন্দ দাস বৈষ্ণ এবং রিংকু শেখ। রবিবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা রাজাবাজার এলাকায় হানা দিয়ে এই দুই ব্যক্তিকে এপিসি রোডের উপর থেকে গ্রেফতার করেন বলে খবর । অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে 200টি 500 টাকার মোট 1 লক্ষ টাকার জাল নোট ।

জানা গিয়েছে, ধৃত রিংকু শেখ ওরফে ফাকসু মালদা জেলার কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। অপর অভিযুক্ত আনন্দ দাস বৈষ্ণর বাড়ি উত্তরপ্রদেশের মথুরায় । উত্তরপ্রদেশের এই ব্যক্তি কীভাবে জাল নোট কারবারিদের সঙ্গে একত্রিত হলেন তা জানার চেষ্টা করছেন স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ইতিমধ্যেই মালদার কালিয়াচক থানা এবং উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন এসটিএফের গোয়েন্দারা । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা । এই বিপুল পরিমাণের জাল নোট তারা কোথা থেকে পেল এবং কেনই বা কলকাতায় এই বিপুল পরিমাণে জাল নোট নিয়ে আসতে গেল সেই সংক্রান্ত খোঁজখবর ইতিমধ্যেই শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা ।

এর আগেও বেশ কয়েকজন ব্যক্তিকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ জাল নোট পাচারের অভিযোগে গ্রেফতার করেছেন। এই ধরনের ঘটনা থেকে অনুমান, একটি বড় চক্র পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে । বাইরের রাজ্যগুলির সঙ্গেও একটি লিংক রয়েছে তাদের । ফলে এই জাল নোট পাচারকাণ্ডে এর আগে যে সকল ব্যক্তিকে কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেফতার করেছেন তাদেরকেও ক্রস কোয়েশ্চেনিং করা হবে বলে জানা গিয়েছে । প্রয়োজন পড়লে এই দুই ব্যক্তিকে বাকিদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে । তদন্তকারীদের অনুমান, এভাবে জেরা করলে নতুন করে বেশ কিছু বিস্ফোরক তথ্য প্রকাশ্যে চলে আসতে পারে।

আরও পড়ুন :2 লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা

ABOUT THE AUTHOR

...view details