পশ্চিমবঙ্গ

west bengal

Special Delegation In Jhargram : মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ঝাড়গ্রাম বাজারে রাজ্যের বিশেষ প্রতিনিধিদল

By

Published : Apr 28, 2022, 7:33 PM IST

Special Delegation In Jhargram
বিশেষ প্রতিনিধি দল ()

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্ন থেকে আসা সাতজনের বিশেষ প্রতিনিধিদল হানা দিল ঝাড়গ্রাম বাজারে (Special Delegation In Jhargram) ৷

ঝাড়গ্রাম , 28 এপ্রিল: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্ন থেকে আসা সাতজনের বিশেষ প্রতিনিধিদল হানা দিল ঝাড়গ্রাম বাজারে (Special Delegation In Jhargram)। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম শহরে গুরুত্বপূর্ণ বাজার জুবলি মার্কেট , কোর্ট রোড চত্বরের বাজার, ফল মার্কেট, সবজি মার্কেট ও মাছ মার্কেটে অভিযান চালান নবান্ন থেকে আসা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ দফতরের বিশেষ প্রতিনিধিরা। ঝাড়গ্রাম রেল স্টেশন সংলগ্ন সবজি বাজার থেকে অভিযান শুরু করেন তাঁরা। সবজি মার্কেটে আলু, পিঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে, পাইকারি বাজারে কত দাম, এইসব খতিয়ে দেখেন তাঁরা।

ঝাড়গ্রামের নদী সংলগ্ন এলাকাগুলিতে প্রচুর সবজি চাষ হওয়া সত্ত্বেও সবজির দাম কেন এত বেশি সেই বিষয়ে দোকানদারদের প্রশ্ন করেন প্রতিনিধিদলের সদস্যরা । এক সবজি বিক্রেতাকে জিজ্ঞাসা করা হয় বিনস ও ক্যাপসিকামের দাম এত বেশি কেন । উত্তরে ওই সবজি বিক্রেতা জানান, এই দু'টি বাইরে থেকে আমদানি করা হয় তাই দাম বেশি । ঝাড়গ্রামের অধিকাংশ সবজি পাঁশকুড়ার উপর নির্ভরশীল । তাই পাঁশকুড়ার বাজার যে দামে চলে তার উপরে ঝাড়গ্রামের বাজার নির্ভর করে ।

ঝাড়গ্রাম সবজি বাজারের সেক্রেটারি বিজয় যাদব বলেন, "বর্তমান সময়ে তেলের দাম বেড়েছে । তাই পরিবহণ ভাড়া বাড়ায় সবজির দামও বেড়েছে । আমাদের এখানকার স্থানীয় চাষিরা যে দামে এখানে সবজি নিয়ে আসেন, তার উপরেই নির্ভর করে এখানকার বাজারের দর । কিন্তু অনেক সবজি রয়েছে যা পাঁশকুড়ার উপর নির্ভর করতে হয় । তাই পরিবহণ ভাড়া বাড়ায় জিনিসের দাম বেড়েছে "।

আরও পড়ুন :ঝালদায় নিহত কাউন্সিলরের বাড়িতে সিআইডি প্রতিনিধি দল

সবজি বাজারের পর প্রতিনিধিদল হানা দেয় মাছের বাজারে । মাছের দাম শুনে আধিকারিকরা এক ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন এত দাম কেন ? মাছ ব্যবসায়ী জানান, পাইকারি দামের উপরেই তাঁদের ব্যবসা। পরিবহণ ভাড়া বেড়েছে, তাই মাছের দামও বেড়েছে । মাছ বাজার থেকে বেরিয়ে ফলের বাজার ও ভূষিমাল দ্রব্যর বাজারগুলিতে বাজারদর যাচাই করে বিশেষ প্রতিনিধিদল । অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি জয়ন্ত মুখোপাধ্যায় । এদিন তিনি বলেন, "নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন । আমরা ঝাড়গ্রামের ইবি দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে এখানে অভিযান চালাচ্ছি ৷ বিভিন্ন বাজারের সঙ্গে আমরা জিনিসের দাম তুলনা করে দেখছি এবং বাজার কমিটির যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁদের সঙ্গে কথাবার্তা বলছি । বাজার কমিটিকে জানানো হয়েছে যে, দামের নিয়ন্ত্রণ রাখতে । তা না হলে আমরা ভবিষ্যতে আবার গোপনে অভিযান চালাব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব ।"

ABOUT THE AUTHOR

...view details