পশ্চিমবঙ্গ

west bengal

Jhargram meeting : সরকারি প্যাকেজের দাবিতে ঝাড়গ্রামে সভা প্রাক্তন মাওবাদীদের

By

Published : Sep 26, 2021, 7:51 PM IST

সরকারি প্যাকেজের দাবিতে ঝাড়গ্রামে সভা করলেন প্রাক্তন মাওবাদীরা৷ তাঁদের হুঁশিয়ারি, সরকারি প্যাকেজ ও চাকরি না পেলে জঙ্গলমহলের দিকে দিকে তাঁরা আন্দোলন ছড়িয়ে দেবেন ৷

Jhargram meeting
সরকারি প্যাকেজের দাবিতে ঝাড়গ্রামে সভা প্রাক্তন মাওবাদীদের

ঝাড়গ্রাম, 26 সেপ্টেম্বর : কারও পুলিশের খাতায় নাম রয়েছে, কারও নেই । অনেকেই আবার মাওবাদী কার্যকলাপের সময় আত্মগোপন করে লিঙ্কম্যানের কাজ করেছিলেন। চাকরির দাবিকে সামনে রেখে এবার এরকমই একদল প্রাক্তন মাওবাদী গভীর জঙ্গলে বৈঠক করলেন । এরা প্রত্যেকেই নিজেদেরকে মাওবাদী বলেই দাবি করেছেন ।

এরা প্রত্যেকেই মূল স্রোতে ফিরে এসেছিলেন । রবিবার তাঁরা একত্রিত হয়ে, রাজ্য সরকারের বিশেষ প্যাকেজ ও চাকরির দাবিকে সামনে রেখে বৈঠক করেন ঝাড়গ্রাম থানার লোধাশুলি সংলগ্ন টুটুহার জঙ্গলে । এই সভায় ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, জামবনি, বিনপুর-সহ বিভিন্ন প্রান্তের মাও কার্যকলাপের সঙ্গে একদা যুক্ত প্রায় 50-60 জন প্রাক্তন সদস্য যোগ দেন ৷ তাঁদের মূল অভিযোগ, সমাজের মূলস্রোতে ফিরলেও তাঁরা কোনও সরকারি প্যাকেজ পাননি ৷ সরকারি প্যাকেজ না পেলে ফের একত্রিত হয়ে আন্দোলনের যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন : Visva Bharati University : বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ

এদিনের সভায় উপস্থিত ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডির বাসিন্দা তপন মাহাতো নিজেকে মাওবাদীদের জয়ন্ত স্কোয়াডের প্রাক্তন সদস্য বলে দাবি করেন । তপন বলেন , "বিভিন্ন এলাকা থেকে আজ প্রাক্তন মাওবাদীরা একত্রিত হয়েছি । একসময় আমরা প্রাক্তন মাওবাদী নেতা কিষানজী , উমাকান্ত, সুচিত্রাদের সঙ্গে কাজ করেছি । সবাই আমরা মূলস্রোতে ফিরে এসেছি । কিন্তু আমরা অনেকেই এখনও সরকারের কোনও প্যাকেজ বা চাকরি পাইনি । আমাদের বিরুদ্ধে 121 , 122 ,123 ধারায় কেস রয়েছে ৷ এছাড়াও আর্মস কেস রয়েছে আমাদের বিরুদ্ধে ।" মূলস্রোতে ফেরার পর চাকরি না মেলায় ক্ষোভ প্রকাশ করে তপন মাহাতো হুঁশিয়ারির সুরে বলেন, "আগামী দিনে বিরিহাঁড়িতে মাওবাদী নেতা উমাকান্তের যে শহিদ বেদী রয়েছে, আমরা সেখানে মিটিং করব । জামবনি, বাঁশতলা, বিনপুর-সহ সব জায়গায় আমরা মিটিং করব বলে আমাদের পরিকল্পনা চলছে ।" তপন মাহাতোর কথার সুরে সুর মিলিয়ে সভায় উপস্থিত রঞ্জিত সিট , সঞ্জয় মাহাত , বাবলু কিস্কুরাও একই কথা বলেন । সরকারি প্যাকেজ ও চাকরি না পেলে জঙ্গলমহলের দিকে দিকে তাঁরা আন্দোলন ছড়িয়ে দেবেন ।

ABOUT THE AUTHOR

...view details